Realme Pad 2 কোয়াড স্পিকার ও 8360mAh দৈত্যাকার ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, দাম দেখে নিন

Realme Pad 2 ট্যাবের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে

আজ অর্থাৎ ১৯শে জুলাই ভারতের বাজারে পা রাখলো Realme Pad 2 ট্যাবলেট। এই অ্যান্ড্রয়েড ট্যাবটি বিদ্যমান Realme Pad মডেলের উত্তরসূরি হিসাবে এসেছে। বিশেষত্বের কথা বললে, ডিভাইসটি ওয়াই-ফাই সংযোগের পাশাপাশি LTE কানেক্টিভিটিও অফার করবে। এছাড়া Realme Pad 2 ট্যাবলেট ১২০ হার্টজ রিফ্রেশ রেটের 2K ডিসপ্লে প্যানেল, কোয়াড-স্পীকার সিস্টেম, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ওএস, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮,৩৬০ এমএএইচ ব্যাটারি এবং ডাইনামিক র‌্যামের মতো উল্লেখযোগ্য ফিচার পাওয়া যাবে। চলুন Realme Pad 2 ট্যাবলেটের দাম, স্পেসিফিকেশন এবং প্রাপ্যতা সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Realme Pad 2 এর দাম ও লভ্যতা

ভারতের বাজারে রিয়েলমি প্যাড ২ ট্যাবের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২২,৯৯৯ টাকা। এটি ইমাজিনেশন গ্রে এবং ইন্সপিরেশন গ্রিন কালার অপশনে এসেছে।

লভ্যতার কথা বললে, Realme Pad 2 ট্যাবলেটকে ১লা আগস্ট ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমি স্টোর থেকে কেনা যাবে। আর আগামী ২৬শে জুলাই থেকে এর প্রি-বুকিং শুরু হবে। লঞ্চ অফারের কথা বললে, HDFC এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই নয়া ট্যাবলেটটি কিনলে ধার্য মূল্যের উপর ফ্ল্যাট ১,৫০০ টাকার ছাড় দেওয়া হবে বলে নিশ্চিত করেছে রিয়েলমি৷

Realme Pad 2 -এর স্পেসিফিকেশন এবং ফিচার

রিয়েলমি প্যাড ২ ট্যাবলেটে রয়েছে ব্লু লাইট প্রোটেকশন সহ ১১.৫২-ইঞ্চির ২কে (২০০০x১২০০ পিক্সেল) LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০ নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং প্রযুক্তি এবং ও১ (O1) আল্ট্রা ভিশন ইঞ্জিনের সমর্থন সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে মালি জি৫৭ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। এছাড়া এতে ডাইনামিক র‌্যাম ফিচারের সুবিধাও পেয়ে যাবেন ইউজাররা।

Realme Pad 2 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করে। এই ইউজার ইন্টারফেস মাল্টি-স্ক্রিন কোলাবোরেশন, স্ক্রিন মিররিং, কনটেন্ট স্ক্যান, ডুয়াল উইন্ডো, স্প্লিট স্ক্রিন, ফ্লেক্সিবল উইন্ডো, স্মার্ট সাইডবার ইত্যাদি ফিচার অফার করবে। আবার এই ট্যাব ওয়াই-ফাই সংযোগের পাশাপাশি LTE কানেক্টিভিটির অফার করে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, Realme Pad 2 মডেলটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত কোয়াড-স্পীকার সিস্টেমের সাথে এসেছে। নিরাপত্তার জন্য এতে রয়েছে ফেস আনলক ফিচার। পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবলেটে ৮,৩৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।