Ola Hypercharge: আবাসন ও পেট্রোল পাম্পে চার্জিং স্টেশন বসানো শুরু করল ওলা

দীর্ঘদিনের সাধের প্রকল্প ভারতে চার্জিং নেটওয়ার্ক তৈরীর কাজ অবশেষে শুরু করেছে Ola Electric। উল্লেখ্য, সংস্থাটি এ বছর অক্টোবরে প্রথম তাদের একটি চার্জিং স্টেশন তৈরি করেছিল। Bharat Petroleum-এর উল্লেখযোগ্য স্থানের ফুয়েল পাম্প এবং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সগুলিতে Ola Electric Hypercharger (হাইপারচার্জার) তৈরি করা হচ্ছে। যেগুলি থেকে ২০২২-এর জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা মিলবে।

তবে জুন মাস পর্যন্ত ওলা (Ola)-র এই একেবারে বিনামূল্যে পরিষেবা দেওয়ার বিষয়ে বিস্ময়ের কিছু নেই। কারণ দেশের ওপর সংস্থা এথার এনার্জি (Ather Energy)-ও তাদের এই বিনামূল্যে চার্জিং পরিষেবার সময়সীমা জুন মাস পর্যন্ত বৃদ্ধি করেছে। অন্যদিকে সংস্থাটি একাধিক নির্মাণকারী সংস্থার সাথে কথাবার্তা চালাচ্ছে, যাতে তাদের নিজের জমিতে চার্জিং স্টেশন বসানো যায়।

২০২২-এর মার্চ পর্যন্ত দেশে ১৪০টি চার্জিং পয়েন্ট তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। এদিকে সংস্থার প্রথম পাবলিক চার্জার পয়েন্টটি আগামী মাসেই উদ্বোধন করা হতে পারে বলে সূত্রের খবর। হাইপারচার্জার তৈরির বিষয়ে সংস্থার ভারতীয় শাখার সহ প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) টুইট বার্তায় জানিয়েছেন, “শহর জুড়ে হাইপারচার্জারের কাজ শুরু হয়ে গিয়েছে। BPCL পাম্পের পাশাপাশি আবাসিক কমপ্লেক্সে। আগামী বছরের মধ্যে এই সংখ্যাটি ৪,০০০ পেরিয়ে যাবে। আমরা ভারত জুড়ে চার্জিং পয়েন্ট বসাচ্ছি যেগুলি ৬-৮ সপ্তাহের মধ্যেই চালু করা হবে। ২০২২-এর জুন পর্যন্ত সমস্ত গ্রাহক এর থেকে বিনামূল্যে পরিষেবা পাবেন।”

প্রসঙ্গত, আগামী দিনে দেশের ৪০০-টি শহরে এক লক্ষেরও অধিক চার্জিং স্টেশন তৈরীর পরিকল্পনা রয়েছে Ola Electric-এর। Ola S1 ও S1 Pro ই-স্কুটারগুলি বাড়িতে সম্পূর্ণ চার্জ হতে যেখানে ৬ ঘন্টা সময় লাগবে, সেটি ফাস্ট চার্জারে মাত্র চার ঘন্টাতেই চার্জ করা যাবে। এছাড়াও ১৮ মিনিটে ৫০% চার্জ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।