Okinawa Okhi 90: বছরে 50000 বিক্রির লক্ষ্য, সদ্য লঞ্চ করা ই-স্কুটার নিয়ে আশাবাদী ওকিনাওয়া, ওলার সাথে চলবে টক্কর

ভারতের দ্বিতীয় বৃহত্তম বৈদ্যুতিক দু’চাকার গাড়ি প্রস্তুতকারী ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech) পরশুদিন Okinawa Okhi 90 নামে একটি ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে লঞ্চ করেছে। বিশেষজ্ঞদের মতে, Okhi 90-এর সাথে Ola S1 Pro-র প্রতিযোগিতা দেখার মতো হবে৷ এরইমধ্যে নিজেদের বড় লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করল সংস্থাটি। ওকিনাওয়া জানিয়েছে, তারা মাসে ৪ হাজার করে বার্ষিক ৫০ হাজার Okhi 90 মডেলের ই-স্কুটার বিক্রির লক্ষ্য নিয়েছে।

এই প্রসঙ্গে ওকিনাওয়ার কর্ণধার জিতেন্দর শর্মা (Jitender Sharma) বলেছেন, “আমরা আশা করছি পরবর্তী অর্থবর্ষের মধ্যে ৫০ হাজার Okhi 90 স্কুটার বিক্রি করতে পারব। বর্তমানে আমাদের বিক্রির ৭০ শতাংশ আসে প্রেইজ মডেল থেকে৷ তারপরেই ওখি ৯০-কে আমরা ফ্ল্যাগশিপ হিসাবে দেখছি৷ এটি আমাদের বছরে ২ লাখের উপরে ইলেকট্রিক স্কুটার বিক্রি করতে সহায়তা করবে বলে আমরা আশাবাদী৷

বৈদ্যুতিক স্কুটারের চাহিদা বৃদ্ধি পেলে স্বভাবতই উৎপাদনও বাড়াতে হবে। তাই আগামী বছরের মধ্যে ব২ লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রি করতে পারবে বলে মনে করছে ওকিনাওয়া৷ তাদের আশা, সংস্থার মোট বিক্রিতে ২৫% অবদান রাখবে Okhi 90। আবার উৎপাদন বাড়ানোর জন্য নতুন কারখানা তৈরি করতে চলেছে তারা। প্রথম কারখানাটি রয়েছে রাজস্থানের ভিওয়াদিতে। নতুন কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৩ লক্ষ ইউনিটের কাছাকাছি৷

স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, ওকিনাওয়া ওখি ৯০ ই-স্কুটারে ৭২ ভোল্ট ৫০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। যা এক চার্জে ১৬০ কিমি পথ অতিক্রম করতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিমি। এতে ১৬ ইঞ্চি হুইল এবং ৪০ লিটার বুট স্টোরেজের মতো সেগমেন্ট ফার্স্ট ফিচার বর্তমান৷ এছাড়া, ব্যাটারিচালিত এই স্কুটারে ব্লুটুথ, টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজক কন্ট্রোল, ব্যাটারি চার্জ স্টেটাস, অ্যান্টি-থেফ্ট এলার্ম, জিও-ফেন্সিং, ‘ফাইন্ড মাই ভেহিকেল’ প্রভৃতি অ্যাক্সেসের সুবিধা আছে৷

ওকিনাওয়া জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ওখি ৯০-এর টেস্ট রাইড শুরু করবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যাচ্ছে বুকিং। বর্তমানে সংস্থার ৪৫০টি ডিলারশিপ রয়েছে৷ আবার আগামী বছরের মধ্যে আরও ১৫০টি নতুন আউটলেট খোলার পরিকল্পনা করছে ওকিনাওয়া৷