ভারতে বিশ্বের সবচেয়ে বড় স্কুটার উৎপাদন কেন্দ্র তৈরির জন্য সিমেন্সের সাথে হাত মেলালো OLA

আজ ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থা ওলা (OLA) বিশ্বের বৃহত্তম স্কুটার উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য জার্মান কনগ্লোমারেট সিমেন্সের সাথে হাত মেলানোর কথা ঘোষণা করেছে। উল্লিখিত ঘোষণার সাথে দাবি করা হয়েছে, বৈদ্যুতিন যানবাহনের জন্য আসন্ন কারখানাটি ভারতের সবচেয়ে উন্নত ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি হবে। প্রসঙ্গত, গতমাসে, ওলা ২,৪০০ কোটি টাকা লগ্নির মাধ্যমে এই ফেসিলিটি গড়ে তোলার জন্য তামিলনাড়ু সরকারের সাথে একটি মৌ সাক্ষর করেছিল। কারখানা তৈরি হয়ে যাওয়ার পর সেখানে ১০,০০০ হাজার মানুষের কর্মসংস্থান হবে, বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তামিলনাড়ুতে ওলার এই ম্যানুফ্যাকচারিং হাবে প্রাথমিকভাবে ২ মিলিয়ন ইউনিট অ্যানুয়াল ক্যাপাসিটি থাকবে। তাই এটি হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম স্কুটার উৎপাদন কেন্দ্র। ফ্যাক্টরি থেকে উৎপাদিত বৈদ্যুতিন স্কুটার ইউরোপ, ব্রিটেন, লাতিন আমেরিকা, অস্টেলিয়া-নিউজিল্যান্ডের মূল বাজারের পাশাপাশি ভারতেও গ্রাহকদের জন্য সরবরাহ করা হবে।

ইন্ডাস্ট্রি ৪.০ নীতিতে নির্মিত বিশ্বমানের এই অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং হাবে বিভিন্ন কার্য পরিচালনার জন্য ৫,০০০ রোবট মোতায়েন করা হবে। সিমেন্স বলেছে, অংশীদারিত্বের অধীনে, প্রকৃত কার্যক্রমের আগে পণ্য ও উৎপাদন ডিজিটালাইজ ও বৈধকরণের জন্য ওলা সিমেন্সের ইন্টিগ্রেটেড ডিজিটাল টুইন ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং সলিউশন অ্যাক্সেস করতে পারবে।”

কোম্পানি জানিয়েছে, কাঁচামাল থেকে শুরু করে সেগুলির কারখানার অভ্যন্তরীন স্টোরেজে পৌঁছানো, প্রোডাকশান লাইনে থেকে ঘুরিয়ে ট্রাকে বোঝাই করা, সমস্ত কিছুই সর্বাধিক দক্ষতার জন্য স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। সবচেয়ে কার্যকর উৎপাদন ব্যবস্থা তৈরিতে ও ওলার গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের লক্ষ্যে এই উন্নত প্রযুক্তি সিস্টেম ওলার কর্মীদের সাথে মিশে নিখুঁত সমন্বয়ে কাজ করবে।

সিমেন্সের সাথে গাঁটছাড়া বাঁধার ওপর বক্তব্য রাখতে গিয়ে ওলার সিইও ভাবিশ আগরওয়াল বলেছেন, “ওলা ভারতের সর্বাধিক উন্নত উৎপাদন কেন্দ্র গড়ে তোলার জন্য সিমেন্সের সাথে অংশীদারি করতে পেরে আনন্দিত এবং এটি ওলার গ্লোবাল হাব হবে, এবং মান, স্কেল, এবং দক্ষতার একটি মানদন্ড স্থাপন করবে। যা বিশ্বমানের যুগোপযোগী পণ্য নির্মানে ভারতের সক্ষমতা প্রদর্শন করবে।”

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

18 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

42 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago