বিনামূল্যে বাড়িতে অক্সিজেন কনসেনট্রেটার পৌঁছে দেবে OLA

লাগামছাড়া করোনার দ্বিতীয় সংক্রমণের জেরে ভারতে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত ও হাজার হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি অক্সিজেন সহ অন্যান্য অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জামের চরম আকালের খবর দেশের সমস্ত নাগরিকের এখন নিত্যদিনের সঙ্গী। দেশের সর্বত্র হাহাকারের ছবি সাম্প্রতিক খবরের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এই চরম দুর্দিনে বহু নামিদামি ব্যক্তিত্বসহ একাধিক দেশি ও বিদেশি সংস্থার পর এবার এক অভিনব উদ্যোগ নিয়ে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল Ola। এবার প্রয়োজনে বিনামূল্যে বাড়ির দোরগোড়ায় অক্সিজেন কনসেনট্রেটার পৌঁছে দেবে এই অ্যাপ ক্যাব সংস্থাটি।

টুইটারে Ola-র সহ-কর্ণধার ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংস্থা GiveIndia-র সঙ্গে গাঁটছড়া বেঁধে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে ওলা ফাউন্ডেশন, এবং O2forIndia নামের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Ola-র মোবাইল অ্যাপেই গ্রাহকরা অক্সিজেন কনসেনট্রেটারের চাহিদার কথা জানাতে পারবেন। সেই সঙ্গে কিছু প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হবে, এবং সেগুলি যথাযথভাবে যাচাই করার পরই বিনামূল্যে গ্রাহকের কাছে পৌঁছে যাবে অক্সিজেন কনসেনট্রেটার। শুধু তাই নয়, কনসেনট্রেটারের প্রয়োজনীয়তা ফুরোলে অর্থাৎ রোগী সুস্থ হয়ে উঠলে আবার ইউজারের বাড়ি থেকে তা ফেরতও নিয়ে আসবে Ola। অক্সিজেন কনসেনট্রেটার ও তার ডেলিভারির জন্য কোনো টাকা গ্রাহককে দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তিনি এই পরিষেবাটি পাবেন। এই উদ্যোগ দেশবাসীকে ব্যাপকভাবে সাহায্য করার পাশাপাশি তাদের মনে অক্সিজেনের অভাবের উদ্বেগকে অনেকটাই প্রশমিত করবে বলে জানিয়েছেন মি. আগরওয়াল।

আগামী সপ্তাহ থেকে এই পরিষেবাটি বেঙ্গালুরুতে চালু হবে এবং পরবর্তীকালে সমগ্র দেশের নাগরিকরাই এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে Ola বেঙ্গালুরুতে ৫০০টি অক্সিজেন কনসেনট্রেটার দিয়ে পরিষেবাটি চালু করবে। এরপর Ola এবং GiveIndia আগামী সপ্তাহগুলিতে দেশব্যাপী সরবরাহের জন্য কনসেনট্রেটারের সংখ্যাটি ১০,০০০ ইউনিট পর্যন্ত বাড়াবে বলে জানা গেছে। এছাড়াও, মহামারীর বিরুদ্ধে লড়াই করতে সংস্থাটি তার সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের COVID-19 টিকাকরণের ব্যয়ভারও বহন করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, Uber এবং Rapido-র মতো রাইড-হাইলিং এবং বাইক-ট্যাক্সি সংস্থাগুলিও এই প্যানডেমিক পরিস্থিতিতে ইউজারদের সহায়তা করতে এগিয়ে এসেছে। Uber এবং Rapido এলিজেবল ইউজারদের করোনা টিকাকরণ কেন্দ্রগুলিতে বিনামূল্যে রাইড অফার করছে। এর জন্য Uber ব্যবহারকারীরা তাদের Uber অ্যাপের ওয়ালেট বিভাগে প্রোমো কোড 10M21V অ্যাড করতে পারেন। কোডটি এন্টার করানোর সাথে সাথে প্রোমোটি তাদের রাইডে অ্যাড হয়ে যাবে। Uber জানিয়েছে যে, প্রতিটি ফ্রি রাইডের সর্বাধিক মূল্য ১৫০ টাকা হবে এবং কোনো একজন ইউজার ভ্যাকসিন সেন্টারে যাওয়ার বা সেখান থেকে ফিরে আসার জন্য মোট দুটি ফ্রি রাইড পাবেন। এছাড়া, ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা দিল্লিতে কোনো রেজিস্টার্ড হসপিটালে ভ্যাক্সিনেশনের জন্য যাতায়াতের দরুন ফ্রি Rapido রাইডের সুবিধা নিতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago