Omega Seiki Mobility নিয়ে এল Zoro ও Flare ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জে চলবে ৮৫ কিমি

ইলেকট্রিক স্কুটারের বাজারে নয়া চমক। এ বার ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) বলে দিল্লির এক ই-ভেহিকেল কোম্পানি Zoro ও Flare নামে দু’টি নতুন ব্যাটারিচালিত স্কুটার…

ইলেকট্রিক স্কুটারের বাজারে নয়া চমক। এ বার ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) বলে দিল্লির এক ই-ভেহিকেল কোম্পানি Zoro ও Flare নামে দু’টি নতুন ব্যাটারিচালিত স্কুটার নিয়ে হাজির হল।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ই-স্কুটারগুলির বুকিং অগস্টের শেষে শুরু হবে এবং পুজোর মরশুমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। পুনেতে ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধনের সময় Zoro ও Flare মডেলের সেই ই-স্কুটার দু’টির প্রদর্শন করেছে ওমেগা সেইকি মোবিলিটি (ওএসএম)।

প্রতিটি স্কুটারই এক চার্জে ৮৫ কিমি পর্যন্ত ছুটতে পারে বলে দাবি প্রস্তুতকারী সংস্থার। আবার টপ স্পিড ৪৫ কিমি/ঘন্টা। কমগতি সম্পন্ন স্কুটার হওয়ার ফলে চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সেরও দরকার হবে না। মোট সাতটি রঙে মডেল দু’টি পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

ওএসএম-এর ম্যানেজিক ডিরেক্টর ডক্টর দেব মুখার্জ্জী বলেন, ভারতে বিক্রি হওয়া প্রতিটি দু-চাকার গাড়ির মধ্যে একটি স্কুটার। আমার বিশ্বাস যে এই সংখ্যাটি দ্রুত বৃদ্ধি পাবে, বিশেষ করে সরকার যখন এই সেগমেন্টে ভর্তুকি দিচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন