1900 কোটি টাকা বিনিয়োগে ভারতে বৈদ্যুতিক তিন চাকা গাড়ির কারখানা গড়ে তুলবে Omega Seiki

বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে নতুন লগ্নির কথা ঘোষণা করল ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility)। সংস্থাটি কর্নাটকে তাদের বৈদ্যুতিক তিন চাকা গাড়ির কারখানা গড়ে তুলবে। এই উদ্দেশ্যে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯১১ কোটি টাকা। তিনটি পর্যায়ে তৈরি হবে সেটি। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১০ লক্ষ ইউনিট হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমেগা।

বর্তমানে সংস্থাটি বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহ করছে। ওই কারখানাটি ২০২৪-এর মধ্যে তৈরি করার লক্ষ্য নিয়েছে ওমেগা সেইকি। সংস্থার তৈরি মোটর এবং ব্যাটারি ব্যবহার করা হবে গাড়িগুলিতে। মেগাফ্যাক্টরিটি ২৫০ একর জমির উপর গড়ে তোলা হবে। সংস্থার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান উদয় নারাঙ্গ বলেন, ২০২১-২২ অর্থবর্ষে ভারতের বাজারে বৈদ্যুতিক তিন চাকার গাড়ির বিক্রি আগের বছরের তুলনায় ২০০% বেড়েছে।

নারাঙ্গের কথায়, “এর ফলে এদেশে থ্রি-হুইলারের ৪৬% বাজার নিজের দখলে রাখা যাবে। আমরা বিশ্বাস করি গ্রাহকদের পণ্য ডেলিভারি দিতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার এবং ভারত সরকারের সহায়তার ফলে এক সময় এদেশে সমস্ত প্রথাগত জ্বালানির তিন চাকার গাড়ির বদলে সবাই এর বিদ্যুৎ চালিত সংস্করণ কিনবেন। আমরা তিন চাকার গাড়ির বাজারে নেতৃত্ব দিতে চাই। বছরে ১০ লক্ষ উৎপাদন ক্ষমতার কারখানা তৈরি হল এর প্রথম পদক্ষেপ।”

ওমেগার নতুন কারখানায় তাদের সমস্ত বৈদ্যুতিক তিন চাকার গাড়ি যেমন, Rage+, Rage+ RapidEV, Rage+ Frost, Rage+ Swap এবং Rage+ Tripper তৈরি হবে। এমনকি যাত্রীবাহী তিন চাকার গাড়িও তৈরি করবে সংস্থাটি। সংস্থাটির গাড়িগুলি ৫০ হাজারের বেশি বুকি পেয়েছে। দেশের ২০টি শহরে গাড়ি চলাচল করে তাদের। প্রতি মাসে সম্মিলিত ভাবে যাত্রা করে ১০ লক্ষ কিলোমিটারের অধিক। বাংলাদেশ, ইজিপ্ট এবং আরব আমিরশাহীতে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থা রয়েছে ওমেগার।