OnePlus 10 (10T) ফোনের প্রথম রেন্ডার ফাঁস, মিডিয়াটেকের বদলে থাকবে Snapdragon 8+ Gen 1 প্রসেসর

OnePlus বর্তমানে তাদের ‘নেক্সট জেনারেশন’ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে সাম্প্রতিক একটি লিকে দাবি করা হয়েছে যে, আসন্ন ডিভাইসটি হয়তো OnePlus 10T নামে বাজারে আত্মপ্রকাশ করবে। যদিও হ্যান্ডসেটটি OnePlus 10 নামের সাথে লঞ্চ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে নাম যাই হোক না কেন, পাবলিকেশন সাইট Onsitego এই আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রাথমিক প্রোটোটাইপের উপর ভিত্তি করে সম্প্রতি একটি রেন্ডার প্রকাশ করেছে। যেখানে OnePlus 10 বা 10T হ্যান্ডসেটের ডিজাইন সহ একাধিক কী-ফিচার প্রকাশ্যে এসেছে।

OnePlus 10 (10T) ডিজাইন

Onsitego এর সাথে হাত মিলিয়ে টিপস্টার যোগেশ ব্রার রেন্ডারগুলি তৈরি করেছেন। এই রেন্ডার অনুযায়ী, আসন্ন ওয়ানপ্লাস ১০ বা ১০টি স্মার্টফোনের সামনে একটি পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে দেখা যেতে পারে। আবার, ডিভাইসের বাম দিকে ভলিউম আপ এবং ডাউন বাটন থাকবে। আর ডান প্রান্তে একটি ভলিউম রকার দেওয়া হবে। যদিও‌ আইকনিক অ্যালার্ট স্লাইডার হয়তো অনুপলব্ধ থাকবে এই ওয়ানপ্লাস স্মার্টফোনে।

আবার আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটির ব্যাক প্যানেলে একটি বড় আকৃতির ক্যামেরা মডিউলও দেখা গেছে সদ্য প্রকাশিত রেন্ডারে, যা ডিভাইসের এক-তৃতীয়াংশ অংশ দখল করে আছে। বর্গাকার আকৃতির এই ক্যামেরা মডিউলটিতে একটি বৃত্তাকার LED ফ্ল্যাশ লাইট সহ তিনটি ক্যামেরা থাকবে। অতএব যাবতীয় ডিজাইন সংক্রান্ত তথ্যাদি দেখে মনে হচ্ছে, ওয়ানপ্লাস ১০ ফোনটির রিয়ার প্যানেলের নক্সা বিদ্যমান OnePlus 10 Pro 5G দ্বারা অনুপ্রাণিত।

OnePlus 10 (10T) স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, আসন্ন OnePlus 10 (10T) স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার সেলফি তোলার জন্য, ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকবে। আর রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল- OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর হতে পারে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus 10 (10T) স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর থাকবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, সংস্থাটি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপের জন্য স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট ব্যবহার করবে বলে স্থির করেছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত ফোনটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে। এছাড়া জানা যাচ্ছে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং স্টেরিও স্পিকারের মতো একাধিক ফিচারও পাওয়া যাবে এই ডিভাইসটিতে।

OnePlus 10 (10T) দাম

দামের কথা বললে, ওয়ানপ্লাস ১০ বা ১০টি স্মার্টফোনকে বিদ্যমান OnePlus 10R এর‌ থেকে বেশি এবং OnePlus 10 Pro এর‌ থেকে কম মূল্যে লঞ্চ করা হতে পারে। Onsitego আরো দাবি করেছে যে, আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আগামী জুলাই মাসে ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ হতে পারে।