OnePlus 10 Pro আগামী পরশু 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে, দেখে নিন অন্যান্য ফিচার

OnePlus 10 Pro আগামী মঙ্গলবার, অর্থাৎ ১১ জানুয়ারি চীনে লঞ্চ হবে বলে জানা গেছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ আসবে বলে কোম্পানি আগেই নিশ্চিত করেছিল। এখন লঞ্চ যত এগিয়ে আসছে, ওয়ানপ্লাস তত এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের উপর থেকে থেকে পর্দা সরাচ্ছে। যেমন সম্প্রতি জানা গিয়েছিল, OnePlus 10 Pro ফোনটি OxygenOS এর বদলে ColorOS 12.1 -এ রান করবে। আবার নতুন একটি টিজারে কোম্পানির তরফে আসন্ন ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ও ওজন প্রকাশ্যে আনা হল।

OnePlus 10 Pro আসছে 5,000mAh ব্যাটারি সহ

ওয়ানপ্লাস আজ একটি টিজারে নিশ্চিত করেছে, তাদের আপকামিং ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এর আগে জানা গিয়েছিল, এতে ৮০ ওয়াট সুপারভিওওসি (SuperVOOC) ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট এয়ারভিওওসি (AirVOOC) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আবার এই ফোনের ওজন হবে ২০০.৫ গ্রাম।

OnePlus 10 Pro ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি এলটিপিও ২.০ AMOLED ডিসপ্লে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি কালারওএস ১২.১ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য OnePlus 10 Pro ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৫০ ডিগ্রী ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।