OnePlus 10 Pro ফোনে থাকবে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চের আগে পেল 3C থেকে ছাড়পত্র

ওয়ানপ্লাস তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10 Pro -এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে আগামী ৫ জানুয়ারি। গত কয়েকমাস ধরে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে এই বহু প্রতীক্ষিত ফোনের প্রসঙ্গ। এমনকি লঞ্চের আগে OnePlus 10 Pro স্মার্টফোনটিকে বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটেও স্পট করা হয়েছে। সেই সাইটগুলি থেকেও এই ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। তবে লঞ্চের আগে এখন চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করল OnePlus 10 Pro। এখান থেকে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনটির চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে।

OnePlus 10 Pro অনুমোদন লাভ করল চীনা সার্টিফিকেশন সাইট 3C থেকে

NE2210 মডেল নম্বর সহ ওয়ানপ্লাসের আসন্ন ফোনটি 3C সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের লিস্টিং থেকে জানা গেছে, ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে থাকবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে বলা যায় ওয়ানপ্লাস ১০ প্রো পূর্বসূরি ওয়ানপ্লাস ৯ প্রো স্মার্টফোনের তুলনায় দ্রুততর চার্জিং সাপোর্ট সহ বাজারে আসবে। কারণ আগের ভার্সনে ছিল ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং এটিই ছিল ওয়ানপ্লাসের ডিভাইসগুলির মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং সাপোর্ট৷

ওয়ানপ্লাস ১০ প্রো -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus 10 Pro Expected Specifications)

এর আগে বিভিন্ন সূত্র থেকে ওয়ানপ্লাসের আসন্ন এই ফ্ল্যাগশিপ ফোনটির বেশকিছু স্পেসিফিকেশনও সামনে এসেছে। জানা গেছে, ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির কার্ভড কিউএইচডি+ এলটিপিও AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। আবার কয়েকদিন আগে ওয়ানপ্লাসের সিইও (CEO) পিট লাও (Pete Lau) জানিয়েছেন, আসন্ন OnePlus 10 Pro ফোনে নতুন প্রযুক্তির এলটিপিও ২.০ (LTPO 2.0) ডিসপ্লে ব্যবহার করা হবে।

ফটোগ্রাফির জন্য OnePlus 10 Pro ফোনের ব্যাকপ্যানেলে দেখা যেতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ ও সেলফির জন্য ফোনের সামনে পাঞ্চ-হোল কাট-আউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

OnePlus 10 Pro ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে। পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।