ছাড় সহ মাসিক কিস্তির সুবিধা, OnePlus 10 Pro, Bullets Wireless Z2, Buds Pro Radiant Silver এর আজ থেকে সেল শুরু

OnePlus 10 Pro আজ প্রথমবার ভারতে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর ১২টা থেকে ই-কমার্স সাইট অ্যামাজন ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন রিটেল স্টোর থেকে ফোনটি কেনা যাবে। OnePlus 10 Pro ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডায়নামিক রিফ্রেশ রেট। এদিকে স্মার্টফোনের পাশাপাশি OnePlus Bullets Wireless Z2 নেকব্যান্ড স্টাইল ইয়ারফোন ও OnePlus Buds Pro এর সিলভার কালার ভ্যারিয়েন্টেরও আজ থেকে সেল শুরু হবে।

OnePlus 10 Pro, Bullets Wireless Z2, Buds Pro Radiant Silver এর ভারতে দাম ও লঞ্চ অফার

ওয়ানপ্লাস ১০ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এগুলি হল ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এদের দাম যথাক্রমে ৬৬,৯৯৯ টাকা ও ৭১,৯৯৯ টাকা। এটি দুটি কালারে এসেছে – ভলক্যানিক ব্ল্যাক ও এমারেল্ড ফ্রস্ট।

অন্যদিকে ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২ নেকব্যান্ড স্টাইল ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। যেখানে ৯,৯৯০ টাকায় পাওয়া যাবে ওয়ানপ্লাস বাডস প্রো এর রেডিয়েন্ট সিলভার কালার ভ্যারিয়েন্ট।

লঞ্চ অফারের কথা বললে, SBI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা OnePlus 10 Pro কিনলে ৪,৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া দেওয়া হবে ৯ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশন। আবার এক্সচেঞ্জ অফারে মিলবে ৭,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস।

আবার OnePlus Bullets Wireless Z2, Buds Pro Radiant Silver কেনার সময় HSBC ক্যাশব্যাক কার্ড ব্যবহার করলে মিলবে ৫ শতাংশ ছাড়।