অপেক্ষার অবসান, OnePlus 10 Pro আসছে 4 জানুয়ারি, ওই দিন অর্ডার করলে মিলবে 11 হাজার টাকার উপহার

অবশেষে অপেক্ষার অবসান হল। চীনা সংস্থা ওয়ানপ্লাস দেশীয় বাজারে আগামী ৪ জানুয়ারি তাদের আসন্ন ফ্লাগশিপ ফোন OnePlus 10 Pro -এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে। ওয়ানপ্লাসের এই ফোনটি বেশ কিছুদিন ধরে জল্পনার কেন্দ্রে ছিল। শোনা যাচ্ছিল আগামী বছর জানুয়ারি মাসের ৫ তারিখ চিনা মার্কেটে লঞ্চ হতে পারে OnePlus 10 Pro। তবে শেষ পর্যন্ত সংস্থার তরফে নিশ্চিত করা হল, প্রত্যাশিত দিনের একদিন আগেই ফোনটি লঞ্চ হবে। ৪ জানুয়ারি থেকে এই ফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে যাবে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটেও পা রাখবে OnePlus 10 Pro।

OnePlus 10 Pro চীনের বাজারে লঞ্চ হচ্ছে ৪ জানুয়ারি

চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo- তে পোস্ট করে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের উন্মোচনের দিনটি প্রকাশ করেছে সংস্থা। পোস্টে জানানো হয়েছে, চীনে ৪ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিনামূল্যে ফোনটি বুকিং করা যাবে। এমনকি এইসময় প্রি-অর্ডার করলে ফোনের সাথে ১০০০ ইউয়ান (আনুমানিক ১১,৭৬৭ টাকা) মূল্যের একটি উপহারও পেয়ে যাবে ক্রেতারা।

এর আগে, ওয়ানপ্লাসের সিইও পেটে লাও (Pete Lau) নিশ্চিত করেছিলেন যে, OnePlus 10 Pro ২০২২-এর জানুয়ারিতে বাজারে লঞ্চ হবে। তারপর বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, ৫ জানুয়ারি চীনের বাজারে পা রাখবে এই ফোনটি। তবে ওয়ানপ্লাসের তরফে অফিশিয়ালি ঘোষণা করার পরে এখন স্পষ্ট যে সংস্থার নতুন ফোনটি প্রত্যাশিত লঞ্চের তারিখের এক দিন আগেই জনসমক্ষে আসছে।

৫ জানুয়ারি ওয়ানপ্লাস আয়োজিত লঞ্চ ইভেন্টে OnePlus 10 সিরিজের অধীনে কোনও বেস মডেল লঞ্চ হবে কিনা সেবিষয়ে কিছু জানা যায়নি। তবে অনুমান করা যায় ‘Pro’ ভ্যারিয়েন্টটি লঞ্চ হওয়ার কিছুদিন পরই আত্মপ্রকাশ করতে পারে এর বেস মডেলটি।

জানিয়ে রাখি, ওয়ানপ্লাসের সিইও সম্প্রতি Weibo-তে একটি পোস্ট করে জানিয়েছেন যে, OnePlus 10 Pro ফোনটি এলটিপিও ২.০ (LTPO 2.0) ডিসপ্লের সাথে আসবে। এই ডিসপ্লেটি ফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি করতে সক্ষম৷ লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (এলটিপি) প্রযুক্তিটি মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল তৈরি করেছে এবং এটি ১ হার্টজ থেকে ১২০ হার্টজের মধ্যে ফেক্সিবল রিফ্রেশ রেট প্রদান করে। OnePlus 10 Pro-এ দেখা যেতে পারে স্যামসাং ডিসপ্লে নির্মিত ৬.৭ ইঞ্চির কিউএইচডি+ প্যানেল।

এছাড়া, OnePlus 10 Pro স্মার্টফোনের রিয়ার প্যানেলে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ৩এক্স (3x) অপটিক্যাল জুম সাপোর্ট সহ একটি ৮ মেগাপিক্সেলের লেন্স দেওয়া হবে। এছাড়া এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর।