OnePlus 10 Pro দুর্দান্ত ফিচার সহ শীঘ্রই ভারত ও ইউরোপে লঞ্চ হচ্ছে, শুরু হল প্রাইভেট টেস্টিং

গত সপ্তাহেই চীনে ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10 Pro -এর ওপর থেকে পর্দা সরিয়েছে। এই ফোনটি গতবছর লঞ্চ হওয়া OnePlus 9 Pro -এর উত্তরসূরি হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে। এই প্রিমিয়াম ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচার। সেই কারণে সারা বিশ্বের ওয়ানপ্লাস ফোন প্রেমীরা তাদের ব্র্যান্ডের নতুন ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাদের সুখবর দিয়ে এখন জনপ্রিয় এক টিপস্টার জানিয়েছেন, এবছর মার্চের শেষে ভারত এবং ইউরোপে লঞ্চ হতে পারে OnePlus 10 Pro।

OnePlus 10 Pro ফোনের প্রাইভেট টেস্টিং শুরু হল ভারত ও ইউরোপে

91Mobiles -কে টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ওয়ানপ্লাস ১০ প্রো ভারত এবং ইউরোপে প্রাইভেট টেস্টিংয়ের পর্যায়ে প্রবেশ করেছে। আশা করা হচ্ছে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি এবছর মার্চ মাসের মাঝামাঝি বা শেষের দিকে বাজারে লঞ্চ হবে।

এরসাথে টিপস্টার আরও জানিয়েছেন যে, OnePlus Nord CE 2 5G ফোনটি পরীক্ষার পর্যায় পার করেছে এবং ফেব্রুয়ারিতে কোনও এক সময় আত্মপ্রকাশ করতে পারে। এটি একটি মিড রেঞ্জ ফোন হিসেবে বাজারে আসবে ।

OnePlus 10 Pro ফোনের প্রসঙ্গে বললে, চীনের বাজারে ১২০ হার্ট রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি+ (৩,২১৬ x ১,৪৪০ পিক্সেল) এলটিপিও AMOLED ডিসপ্লে সহ এসেছে ফোনটি। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সুপারভিওওসি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য OnePlus 10 Pro ফোনের রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৮৯ সেন্সর, ৫০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জেএন ১ সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সহ একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে। এছাড়া সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার উপস্থিত।