OnePlus 10 Pro আসছে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে, দাম ও তারিখ জানালো সংস্থা

চলতি বছরের শুরুতেই ওয়ানপ্লাস তাদের গ্রাহকদের জন্য বাজারে আনে OnePlus 10 Pro ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি। এটি প্রাথমিকভাবে চীনের বাজারে কোয়াড-এইচডি+ এলটিপিও ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট, হ্যাসেলব্লাড (Hasselblad)-এর ব্র্যান্ডিং সহ ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ জিবি পর্যন্ত র‍্যাম সহ লঞ্চ হয়। তারপর সংস্থাটি বিভিন্ন মার্কেটে একাধিক কনফিগারেশনে OnePlus 10 Pro ফোনটি উন্মোচন করেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ ডিভাইসটি শুধুমাত্র ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করে। তবে এবার ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহ থেকে OnePlus 10 Pro-এর একটি উচ্চতর ভ্যারিয়েন্ট চালু করতে চলেছে।

OnePlus 10 Pro-এর নতুন উচ্চতর র‍্যাম ও স্টোরেজ মডেল আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে

ওয়ানপ্লাসের তরফ একটি টিজার প্রকাশ করে ঘোষণা করা হয়েছে যে, আগামী ১৫ জুন থেকে ওয়ানপ্লাস ১০ প্রো-এর ক্রেতারা একটি উচ্চতর মডেল কেনার সুযোগ পাবেন, যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ অফার করবে৷ এটি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন (Amazon) এবং বেস্ট বাই (Best Buy)-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। তবে এই মডেলটি শুধুমাত্র ব্ল্যাক কালার অপশনেই মিলবে।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস ১০ প্রো-এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি বর্তমানে ৮৯৯ ডলার (প্রায় ৭০,০০০ টাকা) দামে উপলব্ধ রয়েছে। তবে উচ্চতর ভ্যারিয়েন্টের দাম এর চেয়ে ৭০ ডলার বেশি হবে, অর্থাৎ এটি ৯৬৯ ডলার (প্রায় ৭৫,৪০০ টাকা)। যে সমস্ত গ্রাহকরা ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি বাজারে আসার প্রথম পাঁচ দিনের মধ্যেই কিনবেন, তারা ওয়ানপ্লাস বাডস প্রো ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি বিনামূল্যে পাবেন।

ওয়ানপ্লাস ১০ প্রো-এর স্পেসিফিকেশন (OnePlus 10 Pro Specifications)

ওয়ানপ্লাস ১০ প্রো-তে ৬.৭ ইঞ্চির এলটিপিও ২.০ (LTPO 2.0) প্রযুক্তি যুক্ত অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা কোয়াড-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে৷ এছাড়া, স্ক্রিনটি গরিলা গ্লাস ভিক্টাসের স্তর দ্বারা সুরক্ষিত। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 10 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৫০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FOV) সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো স্ন্যাপার উপস্থিত। এই ক্যামেরা সেন্সরগুলি বিখ্যাত ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা হ্যাসেলব্লাড (Hasselblad) দ্বারা নির্মিত। এছাড়া ফোনটির সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 10 Pro-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে (অন্যান্য বাজারে একটি ৮০ ওয়াট ফাস্ট চার্জার পাওয়া যায়)। এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও সাপোর্ট করে। OnePlus 10 Pro অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২.১ (OxygenOS 12.1) কাস্টম স্কিনে রান করে।