৫ হাজার টাকা ছাড় সহ মাসিক কিস্তির সুবিধা, OnePlus 10 Pro কবে থেকে কী কী অফারে কেনা যাবে দেখে নিন

OnePlus 10 Pro কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। এই ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে ও টপ ক্লাস ক্যামেরা। তবে ফিচারের পাশাপাশি ফোনটির দামও কিন্তু অনেক রাখা হয়েছে। OnePlus 10 Pro এর দাম শুরু হয়েছে ৬৬,৯৯৯ টাকা থেকে। তবে একাধিক অফারের সৌজন্যে ফোনটি কিছুটা সস্তায় পাওয়া যাবে। আসুন নয়া এই ফোনের দাম, সেলের তারিখ ও লঞ্চ অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus 10 Pro কবে থেকে কী কী অফারের সাথে কেনা যাবে

ভারতে ওয়ানপ্লাস ১০ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৬,৯৯৯ টাকা। এছাড়া ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭১,৯৯৯ টাকা। ফোনটি দুটি কালারে এসেছে – ভলক্যানিক ব্ল্যাক ও এমারেল্ড ফ্রস্ট। আগামী ৫ এপ্রিল থেকে ওয়ানপ্লাস ১০ প্রো Amazon, Oneplus.in সহ বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

ডিসকাউন্ট অফার

ওয়ানপ্লাস জানিয়েছে, তারা ক্রেতাদের লঞ্চ অফার দিতে SBI এর সাথে হাত মিলিয়েছে। এই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৪,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আবার ৯ মাসের নো কস্ট ইএমআই অপশন উপলব্ধ থাকবে।

ক্যাশব্যাক অফার

যদি আপনার কাছে SBI এর ক্রেডিট কার্ড না থাকে এবং তারপরও সস্তায় OnePlus 10 Pro কিনতে চান, তাহলে American Express কার্ড সে সুযোগ দিচ্ছে। আজ্ঞে হ্যাঁ! এই কার্ডধারীদের ১০ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। সর্বোচ্চ ৫,০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।

এক্সচেঞ্জ অফার

আপনি পুরানো ফোন এক্সচেঞ্জ করে OnePlus 10 Pro কিনতে পারবেন। এরজন্য ৭,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দেবে কোম্পানি।