OnePlus 10 Pro ফের মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে আসছে, ফাঁস হল দাম ও সেলের তারিখ

OnePlus আগামী ৩১ মার্চ ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে OnePlus 10 Pro। ইতিমধ্যেই ফোনটি চীনে লঞ্চ হওয়ার সুবাদে এর স্পেসিফিকেশন আমাদের জানা। যেমন এই স্মার্টফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এখন আবার লঞ্চের আগে OnePlus 10 Pro ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ও সেলের তারিখ সামনে এল।

ওয়ানপ্লাস ১০ প্রো ভারতে দাম ও সেলের তারিখ (OnePlus 10 Pro Price in India, Sale Date leak)

টিপস্টার, অভিষেক যাদব দাবি করেছেন ভারতে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের বেস মডেলের দাম রাখা হবে ৬৬,৯৯৯ টাকা। আবার এর টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৭১,৯৯৯ টাকা। ফোনটি আগামী ৫ এপ্রিল থেকে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। উল্লেখ্য, OnePlus 9 Pro এর ভারতে দাম রাখা হয়েছিল ৬৪,৯৯৯।

ওয়ানপ্লাস ১০ প্রো স্পেসিফিকেশন (OnePlus 10 Pro Specifications)

ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সামনে দেখা যাবে গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা সহ ৬.৭ ইঞ্চির এলটিপিও ২.০ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল রিফ্রেশ রেট, ৯২.৭ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও ও‌ ৩,২১৬ x ১,৪৪০ পিক্সেল স্ক্রিন রেজোলিউশন (2K) অফার করে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২ (OxygenOS 12) ইউজার ইন্টারফেসে চলবে।

ক্যামেরার কথা বললে, OnePlus 10 Pro ফোনের ব্যাক প্যানেলে বর্তমান ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৯ সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জে১ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ওআইএস (OIS) ও ৩.৩× অপটিক্যাল জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর উপস্থিত৷ আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ সেলফি শুটার উপস্থিত। এই ক্যামেরাগুলি হাসেলব্লাড (Hasselblad) টিউন করেছে।

OnePlus 10 Pro এসেছে ৮০ ওয়াট সুপারভোক এবং ৫০ ওয়াট এয়ারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং এতে রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।