OnePlus 10 pro receives June 2024 security update

ব্যবহারকারীদের নানা অভিযোগ শুনে ফোন ঠিক করতে নতুন আপডেট ছাড়ল OnePlus

OnePlus 10 Pro ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার আপডেট চলে এল ভারত ও ইউরোপে। OxygenOS 14.0.0.800 আপডেটটির প্রধান লক্ষ্য সিস্টেম পারফরম্যান্স উন্নত করার পাশাপাশি সিকিউরিটি বাড়ানো। পাশাপাশি এটি বাগ ফিক্সের পাশাপাশি নতুন ফিচার্স নিয়ে এসেছে। ভারতে এটির ফার্মওয়্যার ভার্সন NE2211_14.0.0.800 (EX01)। চলুন দেখে নিই, নতুন আপডেটটি কী কী অফার করছে।

OnePlus 10 Pro OxygenOS 14.0.0.800 আপডেট চেঞ্জলগ

সিস্টেম

  • ডিভাইস আনলক করতে লক স্ক্রিন প্যাটার্ন আঁকার সময় ট্রাক না দেখানোর অপশন বেছে নিতে পারবেন।
  • সিস্টেম সিকিউরিটি এনহ্যান্স করার জন্য জুন মাসের সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে।
  • OnePlus 10 Pro স্মার্টফোনের সিস্টেম স্টেবিলিটি ইমপ্রুভ করা হয়েছে।
  • পরিচিতদের জন্মদিন ক্যালেন্ডার ইভেন্টে সিঙ্ক না হওয়ার সমস্যার সমাধান করা হয়েছে।

গেমস ও কমিউনিকেশন

  • গেমিং স্টেবিলিটি ইমপ্রুভ করা হয়েছে।
  • আগে খেম খেলার সময় ডিসপ্লে আচমকা ব্ল্যাক হয়ে যেত, সেই বাগ দূর করা হয়েছে।
  • কল আসার সময় কখনও দেখা যেত ফোন ভাইব্রেট হচ্ছে না। নতুন OxygenOS 14.0.0.800 আপডেট রোলআউটের মাধ্যমে সেই সমস্যা মেটানো হয়েছে।

আপডেট কীভাবে করবেন

OnePlus 10 Pro ব্যবহারকারীদের কাছে এই আপডেট ধীরে ধীরে রোলআউট করা হচ্ছে। ফলে প্রথমে ইউজারদের মধ্যে অল্প অংশ এটি পাবেন। তারপর ধীরে ধীরে সবার কাছে রিলিজ হবে। আপডেট এসেছে কীনা তা ম্যানুয়ালি চেক করার জন্য সেটিংস > এবাউট ডিভাইস > অক্সিজেন ওএস > চেক ফর আপডেটে গিয়ে দেখতে পারেন।