OnePlus 10 Pro ফোনে থাকবে AMOLED ডিসপ্লে ও 5000mAh ব্যাটারি, TENAA থেকে সামনে এল আরও তথ্য

ওয়ানপ্লাস খুব শীঘ্রই তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10 Pro – এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে। সম্ভবত আগামী ১১ জানুয়ারি বাজারে পা রাখতে পারে ফোনটি। সম্প্রতি এই আসন্ন ওয়ানপ্লাস স্মার্টফোনটিকে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ ও চীনা সার্টিফিকেশন সাইট 3C -তে স্পট করা হয়েছিল। সেখান থেকে জানা গেছে, OnePlus 10 Pro ফোনটি কোয়লকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ আসতে পারে। এখন আবার লঞ্চের কয়েকদিন আগে ফোনটিকে TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেল। সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে সামনে এসেছে যে, OnePlus 10 Pro ফোনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া, এখান থেকে এই ফ্ল্যাগশিপ ফোনটির স্ক্রিন রেজোলিউশন, ব্যাটারি ক্যাপাসিটি, পরিমাপ জানতে পারা গেছে।

OnePlus 10 Pro কে স্পট করা গেল TENAA সার্টিফিকেশন সাইটে

TENAA- এর সাইটে NE2210 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনের তালিকাভুক্ত হওয়ার বিষয়টি প্রথম জানা গিয়েছে মাইস্মার্টপ্রাইসের একটি রিপোর্ট থেকে। এই সাইটের লিস্টিং থেকে জানা গেছে, ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন হতে পারে ১,৪৪০×৩,২১৬ পিক্সেল।

অন্যদিকে, পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 10 Pro ফোনে ৫,০০০এমএএইচ ব্যাটারি থাকতে পারে। কারণ সার্টিফিকেশন সাইটে ২,৪৪০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, TENAA লিস্টিং থেকে জানা গেছে, OnePlus 10 Pro ফোনটির পরিমাপ ১৬৩× ৭৩.৯× ৮.৫৫ ও ওজন ২০০.৫ গ্রাম হতে পারে। এই স্মার্টফোনটি ৮‌ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে।

প্রসঙ্গত, একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, OnePlus 10 বেস মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট ও অপরদিকে প্রিমিয়াম ‘Pro’ ভ্যারিয়েন্টটি আসতে পারে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ সহ।