তবে কি শেষমেষ স্যামসাং, অ্যাপল-দের পথেই? না! চমকের জন্য তৈরি থাকতে বলল Nothing

ইন্টারনেট ব্যবহরকারীরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে যেমন গঠনমূলক সমালোচনা করেন, তেমনই তাদেরকে মাঝে মধ্যেই সেগুলির নেতিবাচক দিকগুলিকে নিয়ে নিছক মজা করতেও দেখা যায়। বর্তমান যুগে টেক প্রোডাক্ট নিয়ে মিম তৈরি হবে না, তেমনটা তো হয় না। তাই সোশ্যাল মিডিয়া ছেয়ে থাকে নানারকম টেক প্রোডাক্ট সম্বন্ধীয় মিমে। আর এরমধ্যে প্রায়ই চোখে পড়ে এমন মিমসচ যেখানে আগের প্রজন্মের মডেলের সাথে প্রায় একই রকম দেখতে বলে iPhone 14 এবং Galaxy S23 Ultra-কে নিয়ে ঠাট্টা করা হয়৷ আর এখন এরকমই একটি মিম বেশ ট্রেন্ডে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি হাতে একটি শার্ট ধরে রেখেছেন, আবার ঠিক একইরকমের একটি শার্ট তিনি নিজে পড়েও রয়েছেন। এই মিমটি Nothing Phone (2)-কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। কিন্তু কোম্পানির সিইও কার্ল পেই এর সাথে একমত বলে মনে হচ্ছে না। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, তাদের নতুন স্মার্টফোন Nothing Phone (2) এর থেকে আলাদা হবে।

ওয়ানপ্লাস সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই Nothing Phone (2)-এ রিডিজাইনের ইঙ্গিত দিয়েছেন

টুইটার ব্যবহারকারীরা আসন্ন নাথিং ফোন (২)-কে পূর্বসূরি নাথিং ফোন (১)-এর মতোই দেখতে বলে কটাক্ষ করছেন দেখে কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কার্ল পেই মাঠে নামতে বাধ্য হয়েছেন। তিনি একটি টুইটে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, যা নতুন মডেলটিতে ভিন্ন ডিজাইন থাকার ইঙ্গিত দেয়৷ টুইটে যারা তাকে ওই উল্লেখিত মিমটি পাঠাচ্ছেন, তাদের উদ্দেশ্যে ফোনটির প্রকাশ্যে আসার জন্য অপেক্ষা করতে বলেছেন তিনি। আর কার্ল পেইয়ের টুইটে “জাস্ট ওয়েট অ্যান্ড সি” বক্তব্যটি সম্প্রতি টিপস্টার স্টিভ হ্যামারস্টোফার দ্বারা ফাঁস হওয়া রেন্ডারগুলির আসল কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেয়, কেননা নাথিং ফোন (২)-এর রেন্ডার বলে দাবি করা এই ছবিগুলি ফোন (১)-এর থেকে কোনও বড় কোনও ডিজাইন আপগ্রেডের আভাস দেয়নি।

Nothing Phone (2)

তবে, নাথিং তাদের পরবর্তী প্রজন্মের ফোনে কি কি নতুন পরিবর্তন আনতে চলেছে, সে সম্পর্কে কার্ল পেই কিছুই জানাননি। যদিও, সংস্থাটি ইতিমধ্যেই রিয়ার প্যানেলে গ্লাইফ ইন্টারফেসের বিন্যাসে কিছু পরিবর্তন সহ Nothing Phone (2)-এর জন্য অনুরূপ একটি ডিজাইন টিজ করেছে, তাই এতে খুব বড় কোনও পরিবর্তন দেখা যাবে বলে আশা করা যায় না। Phone (2) আদতে কেমন দেখতে হতে পারে, তা জানার জন্য আগামী মাসে এর আনুষ্ঠানিক লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, কোম্পানিটি Nothing Phone (1)-এর ক্ষেত্রে তার প্রতিশ্রুতি পালন করেছে, তাই দ্বিতীয় প্রজন্মের জন্য প্রত্যাশা বেশি। সর্বোপরি, কার্ল পেই-এর নেতৃত্বাধীন স্টার্টআপটির লক্ষ্য “বোরিং” স্মার্টফোন বাজারে বিপ্লব ঘটানো। এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, তার ওপর ভিত্তি করে বলা যায়, Nothing Phone (2) ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ও স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এর ডিসপ্লে এবং ক্যামেরা বিভাগেও উন্নতি দেখা যেতে পারে।