OnePlus 10R বাজারে আসছে দুর্দান্ত ক্যামেরা ও Dimensity 8100 প্রসেসর সহ, ফাঁস সমস্ত ফিচার

স্মার্টফোন সংস্থা ওয়ানপ্লাস তাদের নতুন OnePlus 10R স্মার্টফোনটি বাজারে লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। এই ডিভাইসটি এই সিজনের সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে অন্যতম হবে এবং এটি গত বছর লঞ্চ হওয়া OnePlus 9R-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে। OnePlus 10R চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে, অর্থাৎ আগামী জুনের মাসের পরে ফোনটি বাজারে উপলব্ধ হবে বলে আশা করা যায়। বিভিন্ন সূত্র মারফৎ আপকামিং OnePlus 10R-এর বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে আগেই জানতে পারা গিয়েছে। তবে এবার লঞ্চের আগেই একটি নতুন রিপোর্টের মাধ্যমে আসন্ন ওয়ানপ্লাস হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনের সম্পূর্ণ তালিকাটি প্রকাশ্যে এসেছে।

ওয়ানপ্লাস ১০আর-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus 10R Expected Specifications)

টেক সাইট 91mobiles ও টিপস্টার যোগেশ ব্রার যৌথভাবে ওয়ানপ্লাস ১০আর- এর সকল স্পেসিফিকেশনগুলি সামনে এনেছে। এই ফোনটি সদ্য চীনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ৩-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আসতে পারে। এর আগেই জানা গিয়েছিল, এই ডিভাইসটির কোডনেম ‘পিকল’ (Pickle)।

এবার আসা যাক স্পেসিফিকেশনের প্রসঙ্গে, ওয়ানপ্লাস ১০আর ফোনে ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং ফুল এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির ই৪ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে এইচডি১০+ (HDR10+) সাপোর্ট করবে বলেও জানা গেছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা একটি অক্টা-কোর প্রসেসর যার চারটি প্রিমিয়াম আর্ম কর্টেক্স-এ৭৮ কোর রয়েছে, যার ক্লক স্পিড ২.৮৫ গিগাহার্টজ এবং চারটি কর্টেক্স-এ৫৫ কোর রান করে ২.০ গিগাহার্টজ। আসন্ন ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফোনে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ পাওয়া যাবে।

ক্যামেরা বিভাগে, OnePlus 10R ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সনি আইএমএক্স৩৫৫ লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। এর সাথে সেলফির জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের এস৫কে৩পি৯এসপি দেখতে পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 10R ফোনে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া, রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, Realme GT Neo 3-এর মতোই এই হ্যান্ডসেটেও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ OnePlus 10R-এর একটি অপর ভ্যারিয়েন্টও থাকতে পারে। এই আপকামিং ডিভাইসে হেডফোন জ্যাক থাকবে না বলেই মনে করা হচ্ছে। তবে, অডিওর জন্য, ডলবি অ্যাটমস অডিও সহ একটি স্টেরিও স্পিকার সেটআপ মিলবে। OnePlus 10R অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২ (OxygenOS 12) কাস্টম স্কিনে রান করবে। এগুলি ছাড়াও, এই আসন্ন ওয়ানপ্লাস ফোনে গরিলা গ্লাস সুরক্ষা, হাই-রেস অডিও সাপোর্ট এবং এনএফসি সাপোর্ট পাওয়া যাবে।

Ananya Sarkar

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

28 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

2 hours ago