Samsung Galaxy M13 আসছে 4G কানেক্টিভিটি সহ? ইঙ্গিত দিল Bluetooth SIG সার্টিফিকেশন সাইট

জনপ্রিয় স্মার্টফোন সংস্থা স্যামসাং গত বছর মার্চ মাসে ভারতের বাজারে লঞ্চ করে বাজেট রেঞ্জের Samsung Galaxy M12 স্মার্টফোনটি। আর বর্তমানে সংস্থাটি এর আপগ্রেডেড সংস্করণ হিসেবে Samsung Galaxy M13 হ্যান্ডসেটটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট এবং সূত্র মারফৎ এই আসন্ন স্যামসাং গ্যালাক্সি ফোনটির ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। জানা গেছে Samsung Galaxy M13-এ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই (OneUI) কাস্টম স্কিনে রান করবে। এমনকি এও শোনা যাচ্ছে যে, ভারতে এই হ্যান্ডসেটের উৎপাদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এখন আবার Galaxy M13- কে দেখা গেল ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে, যা এর আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করছে।

Samsung Galaxy M13 পেল Bluetooth SIG সার্টিফিকেশন সাইটের অনুমোদন

সম্প্রতি SM-M135F_DSN মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম১৩ মডেলটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, এই আপকামিং হ্যান্ডসেটে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে না। যদিও পূর্বে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছিল যে, গ্যালাক্সি এম১৩ একটি ৫জি ফোন হবে। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে। স্যামসাং হ্যান্ডসেটটি একটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। এই আসন্ন স্যামসাং ফোনটি ইন-বক্স চার্জার ছাড়াই বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল Galaxy M13-এর ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। তবে সাম্প্রতিক এক রিপোর্টে এই হ্যান্ডসেটে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে বলে দাবি করা হয়েছে। এছাড়া, ডিভাইসটির ফাঁস হওয়া রিয়ার প্যানেলের লাইভ ছবিগুলি প্রকাশ করেছে যে, Galaxy M13 ব্ল্যাক কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। এছাড়া, ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি ফোনের ডানধারে অবস্থান করবে বলে মনে করা হচ্ছে। আবার এই পাওয়ার বাটনেই নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকতে পারে। Samsung Galaxy M13-এর ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য পূর্বসূরির মতোই একটি ওয়াটারড্রপ-স্টাইলের নচ দেখা যেতে পারে।

উল্লেখ্য, Samsung এখনও Galaxy M13-এর লঞ্চের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্যই প্রকাশ করেনি। তবে এর আগে বলা হচ্ছিল, Samsung Galaxy M33 5G স্মার্টফোনটির লঞ্চের পর পরই এটি ভারতের বাজারে পা রাখবে। উল্লেখ্য Galaxy M33 5G ফোনটি গত ২ এপ্রিল বাজারে উন্মোচিত হয়েছে।