OnePlus 10R ব্র্যান্ডের প্রথম এই ডিজাইন সহ আসছে, থাকবে না আইকনিক অ্যালার্ট স্লাইডার

গত জানুয়ারি মাস থেকেই শোনা যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস শীঘ্রই বাজারে তাদের আসন্ন OnePlus 10R মডেলটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি একটি রিপোর্ট থেকে সামনে আসে যে, ‘পিকেল’ (pickle) কোডনেম যুক্ত এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটটি ভারতে প্রাইভেট টেস্টিংয়ের পর্যায়ে প্রবেশ করেছে। আর এখন আবার একটি নতুন রিপোর্টে OnePlus 10R ফোনটির ডিজাইন সম্পর্কীত বেশ কিছু গুরুত্বপূর্ন প্রকাশ করা হয়েছে, যা থেকে জানা যাচ্ছে সংস্থাটি এই আপকামিং ফোনে তাদের চিরাচরিত স্টাইল থেকে সামান্য সরে এসে, অন্যরকম কিছু করার চেষ্টা করছে। আসুন জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন নিয়ে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটি বাজারে পা রাখবে।

OnePlus 10R- এ থাকবে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে

প্রাইসবাবা (PriceBaba)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ১০আর ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন হবে, যেটির ডিসপ্লের ওপরে মধ্যবর্তী স্থানে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে। এখনও পর্যন্ত, সংস্থার সমস্ত হ্যান্ডসেটেই ওপরের বাম কোণায় পাঞ্চ-হোল কাট আউট দেখতে পাওয়া গেছে। এছাড়াও, ওয়ানপ্লাস ১০আর ব্র্যান্ডের প্রথম নম্বর সিরিজের স্মার্টফোন হবে যাতে কোনো অ্যালার্ট স্লাইডার থাকবে না। এখনও অবধি শুধুমাত্র ওয়ানপ্লাস নর্ড সিরিজের সাশ্রয়ী মূল্যের মডেলগুলিতে থেকেই আইকনিক অ্যালার্ট স্লাইডারটি বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও, এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, OnePlus 9R-এর উত্তরসূরিটি সদ্য চীনে লঞ্চ হওয়া Realme GT Neo 3- এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসতে পারে, কারণ এই দুই ফোনের ডিজাইনেই মিল রয়েছে। তবে, এই সম্ভাবনাটির কোনও অর্থ হয় না, কেননা Realme GT Neo 3 ভারত সহ অন্যান্য আন্তর্জাতিক বাজারেও লঞ্চ হবে বলেও আশা করা হচ্ছে।

উল্লেখ্য, একটি পূর্ববর্তী রিপোর্টে, OnePlus 10R ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে। তবে, Realme GT Neo 3-এ কম শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাই আশা করা যায় আসন্ন OnePlus 10R ফোনটি স্পেসিফিকেশনের কিছু পার্থক্য সহ Realme GT Neo 3-এর একটি টুইকড সংস্করণ হতে পারে।