মাত্র ১ টাকায় দেখা যাবে OnePlus 10T 5G এর ইন-পার্সন লঞ্চ ইভেন্ট, ভারতীয়রা পাবেন সুযোগ

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহেই ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, তাদের বহু প্রতীক্ষিত Qualcomm Snapdragon 8+ Gen 1-চালিত প্রিমিয়াম স্মার্টফোন, OnePlus 10T আগামী ৩ আগস্ট বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি ব্র্যান্ডটি এও জানায় যে, অতিমারির পর এই হ্যান্ডসেটের লঞ্চ ইভেন্টটিই কোম্পানির প্রথম ইন-পার্সন ইভেন্ট হবে এবং এটি নিউ ইয়র্ক সিটির গোথাম হলে অনুষ্ঠিত হবে। আর এবার সংস্থা ভারতে তাদের সুবৃহৎ গ্রাহক বেসের জন্য OnePlus 10T-এর ইন-পার্সন লঞ্চ স্ক্রিনিংয়ের আয়োজন করবে বলে ঘোষণা করেছে। এর মাধ্যমে সরাসরি গোথাম হল থেকে অনুষ্ঠানটি দেখা যাবে। চলুন আসন্ন OnePlus 10T-এর লঞ্চ স্ক্রিনিং সংক্রান্ত সকল তথ্যগুলি জেনে নেওয়া যাক।

OnePlus 10T 5G-এর ভারতীয় ইন-পার্সন লঞ্চ স্ক্রিনিংটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরে

এটা কারুর আর অজানা নেই যে, ওয়ানপ্লাসের কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার। সুতরাং, ব্র্যান্ডটি ভারতে তাদের কমিউনিটির জন্য একটি লঞ্চ প্রিমিয়ার ঘোষণা করেছে। গত তিন বছরের মধ্যে প্রথমবারের জন্য, সংস্থাটি একটি ইন-পার্সন লঞ্চ স্ক্রিনিংয়ের আয়োজন করবে, যাতে ওয়ানপ্লাসের অনুরাগীরা “ওয়ানপ্লাস ১০টি ৫জি-এর লঞ্চ প্রিমিয়ার”-এর আনন্দে যোগ দিতে পারেন। এই অনুষ্ঠানটি আগামী ৩ আগস্ট, বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

জানিয়ে রাখি ইভেন্টের টিকিট পাওয়া যাবে মাত্র ১ টাকায়। একটি ২৪ ঘণ্টার সেলের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে, যা ২৫ জুলাই থেকে ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটে শুরু হয়েছে। রেজিস্টার করার পরে, ব্যবহারকারীরা একটি লিঙ্ক এবং একটি ইউনিক ইনভাইট কোড সহ একটি ইমেল পাবেন। রেজিস্টার করা ব্যক্তিরা ১ টাকায় একটি টিকিট কিনতে পারবেন এবং ইউনিক ইনভাইট কোড ব্যবহার করে ইভেন্টে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সক্ষম হবেন।

আকর্ষণীয় বিষয়টি হল, লঞ্চ লোকেশনের এক্সপেরিয়েন্স জোনের অংশ হিসাবে অংশগ্রহণকারীরা সর্বপ্রথম OnePlus 10T 5G হ্যান্ডসেটটি পরীক্ষা করে দেখতে পারবেন। এই ইভেন্টে, গ্রাহকরা ডিভাইসটি প্রি-অর্ডারও করতে পারবেন। এছাড়া, সমস্ত অংশগ্রহণকারীকে আকর্ষণীয় ওয়ানপ্লাস মার্চেন্ডাইজে ভরা একটি উপহারের ডালি দেওয়া হবে। সংস্থা জানিয়েছে যে, ১,০০০ জনেরও বেশি অংশগ্রহণকারী স্ক্রিনিং দেখতে এবং একটি ব্র্যান্ড-নিউ OnePlus 10T 5G ফোন ও ওয়ানপ্লাসের তরফ থেকে আরও কিছু বিশেষ পুরস্কার জিততে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, রেড কেবল ক্লাব (Red Cable Club)-এর সদস্যরা আগামী ২৭ জুলাই, সকাল ১১:০০ থেকে শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়ায় আরসিসি (RCC) প্ল্যাটফর্মে রেজিস্টার করে প্রিমিয়ারে নিজেদের জন্য একটি স্থান সংরক্ষণ করতে পারবেন।