Vivo Y15s (2021) শক্তিশালী ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম মাত্র ১১ হাজার টাকা

Vivo Y15s (2021) আজ অর্থাৎ শুক্রবার ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে প্রায় ১০ হাজার টাকার কাছাকাছি। এই ফোনে আছে এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড গো এডিশন অপারেটিং সিস্টেম। আবার এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি গত বছর সিঙ্গাপুরে আত্মপ্রকাশ করেছিল। আসুন Vivo Y15s (2021) ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই১৫এস (২০২১) দাম ও লভ্যতা (Vivo Y15s (2021) Price in India, Availability)

ভিভো ওয়াই১৫এস (২০২১) ফোনের ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা। আজ থেকেই ভিভো ই-স্টোর থেকে ফোনটি কেনা যাবে। ক্রেতারা মিস্টিক ব্লু ও ওয়েভ গ্রিন কালারে ফোনটি বেছে নিতে পারবেন।

ভিভো ওয়াই১৫এস (২০২১) Specifications (Vivo Y15s (2021) Specifications)

ভিভো ওয়াই১৫এস (২০২১) ফোনে দেখা যাবে ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। ফোনটি ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো) বেসড ফানটাচওএস ১১.১ কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y15s (2021) ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে উপস্থিত এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y15s (2021) ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে সামিল রয়েছে 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটির ওজন ১৭৯ গ্রাম।