OnePlus 10T দেবে ঝকঝকে ছবি তোলার স্বাদ, আসছে ইমেজ ক্ল্যারিটি ইঞ্জিনের সাথে

ওয়ানপ্লাস আগামী ৩ অগাস্ট গ্লোবাল মার্কেটে উন্মোচন করতে চলেছে তাদের লেটেস্ট OnePlus 10T ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি। লঞ্চের আগে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট ও সূত্র মারফৎ এই ফোনটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। যেমন জানা গেছে, আসন্ন OnePlus 10T, Qualcomm-এর সাম্প্রতিকতম Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে। এখন আবার ওয়ানপ্লাস একটি কমিউনিটি পোস্টে আপকামিং স্মার্টফোনটির ক্যামেরা সিস্টেমের বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। হ্যান্ডসেটটিতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, OnePlus 10T-এ সংস্থার নতুন ইমেজ ক্ল্যারিটি ইঞ্জিন (ICE) সাপোর্ট করবে, যা দ্রুত ফটো ক্যাপচার এবং আরও ভাল ডিটেইল প্রদান করবে বলে দাবি সংস্থার।

প্রকাশ্যে এল OnePlus 10T-এর ক্যামেরা স্পেসিফিকেশন

আসন্ন ওয়ানপ্লাস ১০টি-এর ক্যামেরার বিবরণ কোম্পানি তাদের একটি কমিউনিটি পোস্টে শেয়ার করেছে। ওয়ানপ্লাস জানিয়েছে, এই হ্যান্ডসেটে অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে প্রাইমারি সেন্সর হিসেবে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এটি উন্নত ফটো এবং ভিডিওর জন্য অপটিক্যাল এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন-উভয়ই অফার করবে।

ওয়ানপ্লাস ১০টি ফোনে সংস্থার অত্যাধুনিক ইমেজ ক্ল্যারিটি ইঞ্জিন (ICE) অন্তর্ভুক্ত থাকবে, যার মাধ্যমে ডিটেইলড ছবি পাওয়া যাবে এবং ফটো ক্যাপচারের গতি আরও উন্নত হবে। আরও ভাল এইচডিআর পারফরম্যান্সের জন্য, এতে ওয়ানপ্লাসের এইচডিআর ৫.০ (HDR 5.0) এবং টার্বো আরএডব্লিউ (TurboRAW) অ্যালগরিদম ব্যবহার করা হবে বলে জানা গেছে। এই কমিউনিটি পোস্টে এই ফোন থেকে তোলা কিছু নমুনা শটও শেয়ার করা হয়েছে।

ওয়ানপ্লাস ১০টি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus 10T Expected Specifications)

ওয়ানপ্লাস ১০টি-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এই হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। ওয়ানপ্লাস ১০টি ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করবে বলে মনে করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 10T-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

উল্লেখ্য, একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, OnePlus 10T 5G ব্ল্যাক এবং গ্রীন-এই দুই কালার অপশনে বাজারে উপলব্ধ হতে পারে। এই বহু প্রতীক্ষিত ওয়ানপ্লাস স্মার্টফোনের লঞ্চ ইভেন্টটি আগামী ৩ আগস্ট নিউ ইয়র্ক সিটির গোথাম হলে অনুষ্ঠিত হতে চলছে ৷