OnePlus ফ্যানদের জন্য সুখবর, প্রো মডেলের ফিচারের সাথে আসছে OnePlus 11

নয় নয় করে, নটা মাস কাটিয়ে ২০২২-এর দশম মাসের মাঝমাঝিতে এসে পড়েছি আমরা, চলতি বছরের শেষ লগ্ন প্রায় আসন্ন। আর বছর যত শেষের দিকে এগোচ্ছে, ততই বিভিন্ন শীর্ষস্থানীয় স্মার্টফোন সংস্থার আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি সম্পর্কে একাধিক নতুন তথ্য সামনে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য, বেশিরভাগ মোবাইল ফোন নির্মাতারাই সাধারণত বছরের শেষের দিকে বা নতুন বছরের শুরুতে তাদের প্রিমিয়াম স্মার্টফোনগুলি লঞ্চ করে থাকে। এক্ষেত্রে ব্যতিক্রম নয় জনপ্রিয় টেক ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus)-ও। ব্র্যান্ডটি এবছর জানুয়ারি মাসে তাদের লেটেস্ট প্রিমিয়াম হ্যান্ডসেট, OnePlus 10 Pro-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। বর্তমানে এর উত্তরসূরি মডেলটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে ওয়ানপ্লাস। তবে এখন এক সুপরিচিত টিপস্টার নতুন OnePlus 11 Pro সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী, 11 Pro মডেলটি OnePlus 11 নামে বাজারে আসবে। চলুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

আগামী বছর OnePlus 11 Pro বাজারে আসবে OnePlus 11 হিসেবে

চলতি বছরের শুরুর দিকে, স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস তাদের প্রথম ফ্ল্যাগশিপ মডেল হিসেবে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনটি উন্মোচন করেছিল, যার কোনও বেস মডেল এতদিনেও বাজারে পা রাখেনি। তবে টিপস্টার ম্যাক্স জাম্বোর, তার সাম্প্রতিক টুইটে দাবি করেছেন যে, আসন্ন ওয়ানপ্লাস ১১ প্রো মডেলটিকে ওয়ানপ্লাস ১১ হিসেবে লঞ্চ করা হবে। অর্থাৎ ব্র্যান্ডটি এবছর তাদের ফ্ল্যাগশিপ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি লঞ্চ করবে। অনুমান করা হচ্ছে যে, এই মডেলটি টপ-নচ ফিচার এবং স্পেসিফিকেশনের সাথে আসবে, যা সাধারণত ওয়ানপ্লাসের প্রো ভ্যারিয়েন্টে থাকে বা নির্দিষ্টভাবে ওয়ানপ্লাস ১১ প্রো-এ পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস ১১ বেস মডেলটিকে অন্তত আগামী বছরের প্রথমার্ধের জন্য কোম্পানির আসল ফ্ল্যাগশিপ মডেল হিসেবে গণ্য করা হবে। গত বছরের মতোই, মডেলগুলির মধ্যে একটি অনুপস্থিত থাকবে, তবে এবছর সেটি হবে ওয়ানপ্লাস ১১ প্রো ভ্যারিয়েন্ট। জানা যাচ্ছে, নতুন প্রিমিয়াম গ্রেড হ্যান্ডসেটটি এবছরের ওয়ানপ্লাস ১০ প্রো মডেলের মতো একই সময়ে উন্মোচন করা হবে। তাই এটি আগামী বছর জানুয়ারী মাসে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

এছাড়া, এমন সম্ভাবনাও রয়েছে যে OnePlus 11 ২০২৩-এর প্রথম ফ্ল্যাগশিপ হতে পারে, যেটিতে আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটি ব্যবহার করা হবে। এর লঞ্চের পর, ২০২৩-এর দ্বিতীয়ার্ধে রিফ্রেশড স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ চিপসেটের সাথে OnePlus 11 Pro লঞ্চ হতে পারে। তবে, উল্লেখিত তথ্যগুলি সবই অনুমান-নির্ভর, তাই এগুলি কতটা সত্য হবে তা সময় বলতে পারবে।