পড়লেও ভাঙবে না, কাজ করবে জলেও! আর বেশি দেরি নেই Samsung XCover 7 লঞ্চ হতে

Samsung Galaxy XCover 7 লঞ্চের জন্য মনে হয় না আর বেশি দিন অপেক্ষা করতে হবে। কারণ এই ফোনটি এখন থাইল্যান্ডের এনবিটিসি (NBTC)-এর অনুমোদন পেয়ে খুব শীঘ্রই বাজারে অভিষেকের জল্পনা বাড়িয়ে তুলেছে। জানিয়ে রাখি সংস্থার XCover সিরিজ মূলত রাগড স্মার্টফোনের জন্য পরিচিত। এই ধরনের ফোন সহজে ভাঙে না এবং প্রতিকূল পরিবেশে ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী। মিলিটারি গ্রেড নিরাপত্তা অফার করে রাগড মোবাইল। সঙ্গে জল এবং বিদ্যুতের শক প্রতিরোধী বৈশিষ্ট্যও থাকে।

Samsung Galaxy XCover 7 পেল NBTC-এর অনুমোদন

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭-কে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন-এর ডেটাবেসে দেখা গেছে। অনলাইন লিস্টিং অনুযায়ী, স্মার্টফোনটি SM-G556B মডেল নম্বরটি বহন করে। এনবিটিসি ডিভাইসটির স্পেসিফিকেশন প্রকাশ না করলেও, থাইল্যান্ডে শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দেয়। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ ফোনটি আদতে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি-এর রাগড ভার্সন হিসাবে লঞ্চ হবে।

জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ ইতিমধ্যেই ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG), জিসিএফ (GCF), গিকবেঞ্চ (GeekBench) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এ সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। অর্থাৎ শীঘ্রই এটি বিশ্ববাজারে লঞ্চ হবে। সার্টিফিকেশনগুলি হ্যান্ডসেটের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে, পাশাপাশি সূত্র মারফৎ ফোনটির রেন্ডারও সামনে এসেছে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে বলা যায়, Samsung Galaxy XCover 7 MediaTek Dimensity 6100+ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৬ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক ওয়ান ইউআই অপারেটিং সিস্টেমে রান করবে। ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন ফোনটিতে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট নিশ্চিত করেছে। স্যামসাং আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে Galaxy XCover 7 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।