Samsung Galaxy A53 কিনবেন বলে অপেক্ষা করছেন? পাবেন না 3.5mm হেডফোন জ্যাক

স্যামসাং চলতি মাসেই তাদের A-সিরিজের বহুল প্রত্যাশিত মিড-রেঞ্জ Samsung Galaxy A53 স্মার্টফোনটি বাজারে লঞ্চ করবে বলে জল্পনা চলছে। ডিভাইসটির লঞ্চের সময় যত এগিয়ে আসছে ততই এটির সম্পর্কে বিভিন্ন রিপোর্ট থেকে একাধিক তথ্য সামনে উঠে আসছে। আর এবার এক টিপস্টার Samsung Galaxy A53-এর লঞ্চ সম্পর্কীত প্রেসের একটি নথি জনসমক্ষে এনেছেন, যার মাধ্যমে আসন্ন স্যামসাং স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলি বিস্তারিত ভাবে প্রকাশ্যে এসেছে এবং উল্লেখযোগ্যভাবে, জানা যাচ্ছে যে আপকামিং Samsung Galaxy A53 মডেলে কোনও ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক উপস্থিত থাকবে না।

ফাঁস হল Samsung Galaxy A53- এর প্রধান স্পেসিফিকেশন

টেকইনসাইডার (TechInsider) তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে স্যামসাং গ্যালাক্সি এ৫৩-এর স্পেসিফিকেশন সম্পর্কিত প্রেসের একটি নথির বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এ৫২-এর তুলনায় বেশ কিছু পার্থক্যের সাথে বাজারে আত্মপ্রকাশ করবে। তারমধ্যে অন্যতম হল, আসন্ন স্যামসাং ফোনে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকটি দেখতে পাওয়া যাবে না, ফিচারটি পূর্বসূরি গ্যালাক্সি এ৫২-এ উপলব্ধ ছিল। অডিও ইনপুট/আউটপুট জ্যাকটি পরিবর্তে, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টে স্থানান্তরিত করা হবে। এই প্রথমবার স্যামসাং কোনও হেডফোন জ্যাক ছাড়াই তাদের এ-সিরিজের একটি মিড-রেঞ্জ ফোন বাজারে আনতে চলেছে, যদিও স্যামসাং গ্যালাক্সি নোট ১০ সিরিজের পর থেকে হেডফোন জ্যাকটি তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে অনুপস্থিতই থাকে৷ তবে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির মতো গ্যালাক্সি এ৫৩ মডেল থেকে মাইক্রোএসডি কার্ড স্লটটি এখনও বাদ দেয়নি। এই আসন্ন ফোনে এসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা যাবে বলে জানা গেছে।

এছাড়া, পরবর্তী প্রধান পরিবর্তনটি হল স্যামসাং গ্যালাক্সি এ৫৩- এর ব্যাটারি ক্যাপাসিটি। এই ফোনে পাওয়া যাবে একটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা গত বছর লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৫৩ মডেলের ৪,৫০০ এমএএইচ-এর তুলনায় একটি বড় আপগ্রেড। তবে আগের মতো ম্যাট পলিকার্বোনেট ডিজাইনের সাথে এই ডিভাইসটির ওজন সেই ১৮৯ গ্রামই থাকবে।

অন্যদিকে, Samsung Galaxy A53-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফ্ল্যাট ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। যদিও এর পূর্বসূরিতে রয়েছে ৯০ হার্টজের ডিসপ্লে দেখতে পাওয়া যায়। Samsung Galaxy A53 সংস্থার নিজস্ব এক্সিনস ১২৮০ প্রসেসরের সাথে আসবে, যার মাধ্যমে পাওয়া যাবে ৫জি কানেক্টিভিটি। আশা করা হচ্ছে এই চিপসেটটি Galaxy A52-এ ব্যবহার করা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের তুলনায় আরও ভালো পারফরম্যান্স দিতে সক্ষম হবে। এছাড়া, আরও ভালো মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য আপকামিং ডিভাইসটিতে ডলবি অ্যাটমস স্পিকারও থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy A53- এর ব্যাক প্যানেলে পূর্বসূরি মত কোয়াড-ক্যামেরা সেটআপটি দেখা যাবে। এই সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত থাকবে। সুরক্ষার জন্য, Galaxy A53 আইপি৬৭ (IP67) ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ আসবে এবং পড়ে যাওয়া এবং স্ক্র্যাচ থেকে বাঁচাতে ডিসপ্লের ওপর গরিলা গ্লাস ৫ (Gorilla Glass 5) দেখতে পাওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে ফাঁস হওয়া Samsung Galaxy A53- এর রেন্ডারগুলিও নিশ্চিত করেছে যে ডিভাইসটি ব্লু, অরেঞ্জ, হোয়াইট এবং ব্ল্যাক- এই কালার ভারিয়েন্টগুলিতে বাজারে উপলব্ধ হবে। আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ভারত, ইউরোপ এবং এশিয়ার মতো অঞ্চলের মার্কেটে এই স্যামসাং ফোনটি পাওয়া যাবে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন