বাম্পার অফার, OnePlus 9 5G ফোন কিনে নিন প্রায় ১০ হাজার টাকা ছাড়ে, সুযোগ হাতছাড়া করবেন না

নতুন বছরের শুরুতে আকর্ষণীয় ডিজাইনের ফিচারে ঠাসা ফোন কেই বা না কিনতে চায়। তবে, সাধ থাকলেও সাধ্যে কুলোয় না সবসময়। তবে এবার আপনার পকেটের খেয়াল রেখেই, Amazon আপনার জন্য নিয়ে এসেছে আগের চেয়ে অনেকটাই সস্তায় হাই বাজেটের প্রিমিয়াম ফোন কেনার সুবর্ণ সুযোগ। এই মুহুর্তে, Amazon-এ OnePlus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 9 5G সেটটি আপনি কিনে ফেলতে পারবেন ৫,০০০ টাকা ডিসকাউন্টে। আজ্ঞে হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই অফার এনেছে ই-কমার্স সাইটটি। আসুন ফোনটির দাম, অফার ও অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus 9 5G দাম ও সেল অফার

ওয়ানপ্লাস ৯ ৫জি ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৪৯,৯৯৯ টাকা। তবে এই মুহুর্তে অফারে প্রারম্ভিক দামের ওপর ক্রেতারা পেয়ে যাবেন ৫০০০ টাকার অ্যামাজন ডিসকাউন্ট কুপন। আবার, আপনি যদি আমাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড হোল্ডার হন, তবে আপনার জন্য উপলব্ধ থাকবে ৫,৯৮০ টাকার অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও, অন্যান্য আইসিআইসিআই কার্ড হোল্ডার ও কোটাক ব্যাংক কার্ড হোল্ডাররাও পাবেন ৮,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। পাশাপাশি, কোটাক ব্যাংকের ডেবিট কার্ড হোল্ডারদের জন্য উপলব্ধ থাকছে ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড়।

আবার সিটি ইউনিয়ন ব্যাংকের ডেবিট কার্ড ও অ্যাক্সিস মাইলস এন্ড মোর ক্রেডিট কার্ডে থাকছে ১০% ডিসকাউন্ট। এছাড়া ওয়ানপ্লাস ৯ ৫জি কেনার সময় পুরোনো ফোন বদল করলে আপনি পেতে পারেন ১৯,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও, নো কস্ট ইএমআই অপশনও উপলব্ধ। উল্লেখ্য, ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিও বাজারে উপলব্ধ রয়েছে।

OnePlus 9 5G স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ৯ ৫জি ফোনে আছে ১,০৮০ x ২,৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫৫ ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০.৯ অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করে। স্ক্রিনের প্রোটেকশনের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫। উন্নত পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ সহ কোয়ালকম স্ম্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১ ভার্সন দ্বারা চালিত ফোনটি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহযোগে এসেছে। উল্লেখ্য, ওয়ানপ্লাস ৯ ৫জি হ্যান্ডসেটটি অ্যাস্ট্রাল ব্ল্যাক, আর্কটিক স্কাই এবং উইন্টার মিস্ট -এই তিনটি কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে।

ক্যামেরার কথা বললে OnePlus 9 5G স্মার্টফোনটিতে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

ডুয়েল সিমের OnePlus 9 5G হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির একটি পাওয়ারফুল ব্যাটারি যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।