এক্সচেঞ্জ অফারে ২১,০০০ টাকা পর্যন্ত ছাড়ে OnePlus 9, সুযোগ হাতছাড়া করবেন না

একটি নতুন স্মার্টফোন কেনার সময় ক্রেতাদের চাহিদা থাকে অ্যাডভান্স প্রসেসর, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত ক্যামেরার। তবে, এই তিনটি বিশেষত্বে সমৃদ্ধ স্মার্টফোন খুবই ব্যয়বহুল হয়। ফলে, পকেটের করুন দশার জন্য একটি প্রিমিয়াম হ্যান্ডসেট কেনার আকাঙ্খা অধরা রয়ে যায়। যদিও আপনাদের এই ইচ্ছা এখন পূরণ হতে পারে! কারণ, ই-কমার্স ওয়েবসাইট Amazon এখন OnePlus 9 স্মার্টফোনটির ওপর নানাবিধ অফার দিচ্ছে। যার দরুন, এই লেটেস্ট স্মার্টফোনকে অতিশয় কম দামে পকেটস্থ করে নেওয়া যাবে। কী অফার রয়েছে OnePlus 9 ফোনের ওপর? আসুন জেনে নেওয়া যাক…

OnePlus 9 স্মার্টফোনের ওপর অফার

ওয়ানপ্লাস ৯ স্মার্টফোনটি এখন একাধিক লোভনীয় অফারের সাথে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনে নেওয়া যাবে। যেমন, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা এটিকে কেনার ক্ষেত্রে ফ্ল্যাট ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। যার দরুন, ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টকে যথাক্রমে ৪৬,৯৯৯ টাকা এবং ৫১,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে।

এছাড়াও, পুরোনো হ্যান্ডসেটকে পরিবর্তন করে এই নয়া ওয়ানপ্লাস স্মার্টফোন কিনলে, ১৮,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। তবে, ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ক্রেতারা কত টাকা অফ পাবেন, তা নির্ভর করছে পুরোনো ফোনের মডেল নম্বর এবং অবস্থার ওপর। উল্লেখিত ব্যাঙ্ক অফার এবং পুরো এক্সচেঞ্জ বোনাসের লাভ ওঠাতে পারলে, এই স্মার্টফোনটি মোট ২১,১৫০ টাকা ডিসকাউন্টের সাথে কিনে নেওয়া যাবে। আবার যেসকল ক্রেতারা ফুল পেমেন্টের বদলে কিস্তিতে টাকা শোধ করতে চান তারা নো-কস্ট ইএমআই অপশন পেয়ে যাবেন। আবার, স্ট্যান্ডার্ড ইএমআই -এর অধীনেও ওয়ানপ্লাস ৯ কেনা যাবে। সেক্ষেত্রে স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের জন্য প্রতি মাসে ২,৩৫৪ টাকা প্রাথমিক ইএমআই শোধ করতে হবে।

OnePlus 9 স্মার্টফোনের দাম

ভারতে, ওয়ানপ্লাস ৯ স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ৫৪,৯৯৯ টাকা।

OnePlus 9 স্মার্টফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে প্যানেল: ওয়ানপ্লাস ৯ স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে আছে।

সফ্টওয়্যার: অপারেটিং সিস্টেম হিসাবে এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১ (OxygenOS 11) ভার্সনে কাজ করবে।

প্রসেসর, র‍্যাম এবং স্টোরেজ: মাল্টিটাস্কিং এবং ফাস্ট পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনটি, অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি দ্বারা চালিত হবে। আর এতে, ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ বর্তমান।

ক্যামেরা ফ্রন্ট: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল Sony IMX689 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX766 আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। একই সাথে, সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটি এবং সেন্সর: কানেক্টিভিটি অপশনের মধ্যে ওয়ানপ্লাস ৯ ফোনে, ৫জি, ৪জি LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ ভার্সন, জিপিএস (GPS), এ-জিপিএস (A-GPS), এনএফসি (NFC) এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সামিল রয়েছে। আবার, প্রাইভেসি তথা সিকিউরিটির জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

ব্যাটারি : পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে, ৬৫টি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

16 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

1 hour ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago