তিনটি কালারে পাওয়া যাবে OnePlus 9 Pro, ফাঁস হল 4K রেন্ডার

আগামী ২৩ মার্চ লঞ্চ হচ্ছে ফ্ল্যাগশিপ OnePlus 9 সিরিজ, ওয়ানপ্লাস এখন তারই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই ওয়ানপ্লাস ৯ সিরিজের প্রো ভ্যারিয়েন্ট, OnePlus 9 Pro-র স্পেসিফিকেশন…

আগামী ২৩ মার্চ লঞ্চ হচ্ছে ফ্ল্যাগশিপ OnePlus 9 সিরিজ, ওয়ানপ্লাস এখন তারই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই ওয়ানপ্লাস ৯ সিরিজের প্রো ভ্যারিয়েন্ট, OnePlus 9 Pro-র স্পেসিফিকেশন ও ফিচার ফাঁস হয়েছে। জানা গেছে এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকবে। এবার হ্যান্ডসেটটির হাই কোয়ালিটি 4K ডিজাইন রেন্ডার সামনে এল। টিপস্টার ঈশান আগরওয়ালের রেন্ডারটি শেয়ার করে জানিয়েছেন, OnePlus 9 Pro তিনটি কালার অপশনে আসবে।

ঈশানের মতে ওয়ানপ্লাস ৯ প্রো অ্যাস্ট্রাল ব্ল্যাক, মর্নিং মিস্ট, ও পাইন গ্রিন কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। এছাড়া ফোনটির লেটেস্ট রেন্ডার পূর্বে ফাঁস হওয়া বেশ কিছু স্পেসিফিকেশনকে পুনরায় নিশ্চিত করেছে। উদাহরণস্বরূপ বলা যায় ওয়ানপ্লাস ৯ প্রো কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে ও ফোনের কার্ভড স্ক্রিনের ওপর ও নীচের দিকে সরু বেজেল থাকবে। এছাড়াও, এখনও পর্যন্ত ফোনটির বিষয়ে কী কী জানা গিয়েছে দেখে নেওয়া যাক।

OnePlus 9 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়ানপ্লাস ৯ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন হিসেবে আসন্ন ওয়ানপ্লাস ৯ প্রো ফোনটির রেন্ডার সম্প্রতি ফাঁস হয়েছিল। লিক রেন্ডার অনুযায়ী ফোনটি ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ AMOLED ডিসপ্লের সঙ্গে আসবে। আবার এতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহারের পাশাপাশি ১২ জিবি পর্যন্ত র‌্যাম থাকবে বলে প্রত্যাশা করা যায়। এছাড়া ওয়ানপ্লাস ৯ প্রো ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার সঙ্গে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে৷ আবার পাওয়া যাবে ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট

OnePlus 8 Pro-র ব্যাক প্যানেল হবে গ্লাসের। সেখানে থাকবে হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং এর কোয়াড ক্যামেরা সেটআপ। ক্যামেরা মডিউলে দুটি বড়ো ও দুটি অপেক্ষাকৃত ছোট সেন্সর থাকবে। প্রাইমারি ও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে সনির ৪৮ মেগাপিক্সেল IMX789 সেন্সর ও সনির ৫০ মেগাপিক্সেল IMX766 আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। আবার ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ছোট সেন্সরগুলি হল ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন