লঞ্চের একদিন আগেই ফাঁস OnePlus 9 Pro এবং OnePlus 9 5G এর ফিচার, জানুন

OnePlus 9 সিরিজের ফাইনাল কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার এই ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে লঞ্চ হচ্ছে OnePlus 9 5G, OnePlus 9 Pro 5G, এবং OnePlus 9R…

OnePlus 9 সিরিজের ফাইনাল কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার এই ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে লঞ্চ হচ্ছে OnePlus 9 5G, OnePlus 9 Pro 5G, এবং OnePlus 9R 5G। বিগত কয়েক সপ্তাহ ধরেই ফোনগুলির বিষয়ে একের পর এক তথ্য প্রকাশ পেয়েছে। এছাড়াও খোদ কোম্পানির তরফেও এগুলির ফিচার নিশ্চিত করা হয়েছে। সেই ধারা অব্যাহত রেখে T-Mobile এর সাপোর্ট পেজে লিস্টেড হওয়ার ফলে এখন ওয়ানপ্লাস ৯ ও ওয়ানপ্লাস ৯ প্রো-র স্পেসিফিকেশন বিশদে সামনে চলে এল। প্রখ্যাত টিপস্টার ইভান ব্ল্যাস সর্বপ্রথম লিস্টিংটি স্পট করে সেটি টুইটে শেয়ার করেছেন। T-Mobile এর সাপোর্ট পেজ ফোনদুটির বিষয়ে কি বলছে তা এবার দেখে নেওয়া যাক।

OnePlus 9 5G স্পেসিফিকেশন

টি-মোবাইলের সাপোর্ট পেজে ওয়ানপ্লাস ৯ ৫জি-র সামনের অংশের একটি রেন্ডার দেখা গিয়েছে। স্মার্টফোনটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশন) ডিসপ্লে, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। এছাড়াও ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টও থাকবে। ওয়ানপ্লাস ৯ ৫জি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৪৮+৫০+২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। ফোনে ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা পূর্বেই কোম্পানির তরফে জানানো হয়েছে।

OnePlus 9 Pro স্পেসিফিকেশন

উল্লেখ্য, দু একটি ফিচারে রকমফের ছাড়া OnePlus 9 Pro ফোনটিতেও উল্লিখিত সমস্ত ফিচারই বর্তমান। পার্থক্য বলতে ওয়ানপ্লাস ৯ প্রো ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি-র আরও বড়ো অ্যামোলেড ডিসপ্লে থাকবে। যা ১৪৪০x৩২১৬ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এছাড়া, ফোনটির রিয়ার ক্যামেরাতে একটি অতিরিক্ত সেন্সর থাকবে। বেস ভ্যারিয়েন্টের মতো প্রো মডেলটিও স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ওয়ানপ্লাস ৯ প্রো অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে।

এই ফোনটির পিছনও ৪৮+৫০+৮+২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ও সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে ওয়ানপ্লাস ৯ প্রো প্রো ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন