অপেক্ষার অবসান, Oneplus 9 RT ও OnePlus Buds Z2 ভারতে আসছে 14 জানুয়ারি, ফিচার দেখে নিন

অবশেষে অপেক্ষার অবসান হল। জল্পনা সত্যি করে এমাসেই OnePlus 9 RT ও OnePlus Buds Z2 টিডব্লিউএস (TWS) ইয়ারফোন একসাথে ভারতের বাজারে পা রাখতে চলেছে। উল্লেখ্য, সম্প্রতি ওয়ানপ্লাসের তরফে টুইটারে এই ডিভাইসগুলির আগমন নিয়ে দুটি টিজার প্রকাশ করা হয়, এই টিজারগুলি থেকে জানতে পারা গিয়েছিল খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus 9 RT স্মার্টফোন ও OnePlus Buds Z2 ওয়্যারলেস ইয়ারবাডটি। তবে টুইটে জানানো হয়নি ঠিক কবে ভারতে এই দুটি ডিভাইসের ওপর থেকে পর্দা সরাবে চীনা সংস্থাটি। কিন্তু এখন ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, আগামী ১৪ জানুয়ারি একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট আয়োজিত হবে, সেই ইভেন্টেই আত্মপ্রকাশ করবে আসন্ন ডিভাইস দুটি।

Oneplus 9 RT ও OnePlus Buds Z2 লঞ্চ হচ্ছে ১৪ জানুয়ারি

সংস্থার তরফে সামনে আনা টিজার থেকে জানা গেছে, ওয়ানপ্লাস ৯ আরটি এবং ওয়ানপ্লাস বাডস জেড২ আগামী ১৪ জানুয়ারি বিকাল ৫ টা থেকে শুরু ভার্চুয়াল উইন্টার এডিশন লঞ্চ ইভেন্টে‌ (Winter Edition Launch Event) আত্মপ্রকাশ করবে। এই ইভেন্ট ওয়ানপ্লাস ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম করা হবে। এর সাথে সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ‘নোটিফাই মি’ পেজও বানিয়েছে, যেখান থেকে এই লঞ্চ ইভেন্ট সম্পর্কে আরও জানা যাবে।

ওয়ানপ্লাস ৯ আরটি এর স্পেসিফিকেশন (OnePlus 9 RT Specifications)

গত বছর অক্টোবর মাসে চীনের বাজারে পা রাখে ওয়ানপ্লাস ৯ আরটি স্মার্টফোনটি। এই মিড রেঞ্জ ফোনের চীনা ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০×২,৪০০ পিক্সেল) স্যামসাং ই৪ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও অ্যাসপেক্ট রেশিও ২০:৯।

পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজে সহ চীনা বাজারে উপলব্ধ এবং OnePlus 9 RT রান করে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস (ColorOS) কাস্টম স্কিনে।

ফটোগ্রাফির জন্য OnePlus 9 RT ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। ক্যামেরা গুলি হল – ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৬ মেগাপিক্সলের সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়াও, এই ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ক্যামেরা সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাসের এই ফোনে পাওয়া যাবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ওয়ানপ্লাস বাডস জেড২ – এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus Buds Z2 Expected Specifications)

ওয়ানপ্লাস বাডস জেড২ ইয়ারফোনটি ১১ মিলিমিটার ডায়নামিক ড্রাইভার এবং ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি সহ আসতে পারে। এছাড়া এটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) সাপোর্ট থাকতে পারে।

OnePlus Buds Z2 একবার চার্জে ৩৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে বলে দাবি করা হয়েছে। এতে ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে, যার মাধ্যমে ১০ মিনিটের চার্জিংয়ে ৫ ঘন্টা পর্যন্ত একটানা ব্যবহার করা যেতে পারে এই ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি। এছাড়াও, OnePlus Buds Z2-এ অন্তর্ভুক্ত করা হতে পারে টাচ কন্ট্রোলের সাথে একটি ট্রান্সপারেন্সি মোড।