OnePlus 9 RT, OnePlus Buds Z2 শীঘ্রই ভারতে আসছে, জেনে নিন দাম ও ফিচার

গতবছর অক্টোবর মাসে চীনের বাজারে আত্মপ্রকাশ করে OnePlus 9 RT স্মার্টফোনটি। তখন থেকেই ফোনটি ভারতে লঞ্চ হবে বলে জল্পনা শুরু হয়ে। নানা সময়ে বিভিন্ন রিপোর্টে OnePlus 9 RT ফোনটির প্রসঙ্গ উঠে এসেছে। জানা গিয়েছে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটি ভারতের বাজারে আসতে পারে OnePlus 9 RT-এর পরিবর্তে OnePlus RT নামে। তবে এই প্রথমবার কোম্পানির তরফে OnePlus 9 RT স্মার্টফোনটি ভারতে আসার বিষয় নিশ্চিত করা হল। পাশাপাশি OnePlus Buds Z2 ইয়ারফোনের এদেশে পা রাখবে বলে জানা গেছে।

OnePlus 9 RT ও OnePlus Buds Z2 ভারতে আসছে খুব শীঘ্রই

ওয়ানপ্লাস সম্প্রতি দুটি টুইট করেছে। এই টুইটগুলিতে কোডের মাধ্যমে ক্রেতাদের উদ্দেশ্যে দুটি বার্তা দেওয়া হয়েছে। প্রথম টুইটে কোডটি ডিকোড করে জন্য যাচ্ছে ওয়ানপ্লাস ৯ আরটি স্মার্টফোনটি ভারতে লঞ্চ হওয়ায় জন্য প্রস্তুত। আর দ্বিতীয় টিজার থেকে জানা গেছে, শুধু এই নতুন ফোনটিই নয় তার সাথে বাজারে পা রাখবে ওয়ানপ্লাসের নয়া ওয়্যারলেস ইয়ারবাড, ওয়ানপ্লাস বাডস জেড ২ -ও।

ওয়ানপ্লাস ৯ আরটি -এর স্পেসিফিকেশন (OnePlus 9 RT Specifications)

গত ১৯ অক্টোবরে চীনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ৯ আরটি ফোনে আছে, ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০× ২,৪০০ পিক্সেল) ফ্লুইড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর সাথে এই ফোনের ডিসপ্লেতে সাপোর্ট করে-এইচডিআর ১০+ ও ১৩০০ নিটস ব্রাইটনেস। নিরাপত্তার জন্য ওয়ানপ্লাস ৯ আরটি ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ডিসপ্লের ভেতরেই এম্বেড করা রয়েছে এবং সুরক্ষার জন্য এই ফোনটির সামনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন।

ফটোগ্রাফির জন্য OnePlus 9 RT ফোনে দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। এই ক্যামেরা ইউনিটের মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এর সাথে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ সেন্সর। পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাসের এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এই প্রসেসরটি ৫ ন্যানোমিটার প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে এবং গ্রাফিক্সের জন্য এর মধ্যে রয়েছে অ্যাড্রেনো ৬৬০ জিপিউ। OnePlus 9 RT ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ চীনের বাজারে উপলব্ধ।

OnePlus 9 RT স্মার্টফোনের চীনা ভ্যারিয়েন্টটি রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে। কিন্তু এই স্মার্টফোনটি গুগল প্লে তে স্পট করা হয়েছিল অ্যান্ড্রয়েড ১১ -এর সাথে। তাই এখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না এই ফোনের ভারতীয় সংস্করণটি কোন অ্যান্ড্রয়েড ভার্সনে চলবে।

ওয়ানপ্লাসের এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট ও ডুয়েল স্টেরিও স্পিকার সেটআপ। তবে অন্যান্য ওয়ানপ্লাস ডিভাইসের মত OnePlus 9 RT ফোনটিও ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক অফার করে না। এই ফোনের পরিমাপ ১৬২.২×৭৪.৬×৮.২৯ মিলিমিটার ও ওজন ১৯৮.৫ গ্রাম।

প্রসঙ্গত, অনুমান করা হচ্ছে OnePlus 9RT ভারতের বাজারে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে এবং এগুলির দাম হতে পারে ৪০,০০০ টাকা থেকে ৪৪,০০০ টাকার মধ্যে। অন্যদিকে, ভারতে আসন্ন OnePlus Buds Z2 -এর দাম রাখা হতে পারে ৪,৯৯৯ টাকা।