আজব অফার! পুজোর আগে Samsung-এর এই 26 হাজার টাকার 5G ফোনে মিলছে 20 হাজারের বেশি ছাড়

সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব – দুর্গাপুজো। ফলত খুব স্বাভাবিকভাবেই এখন অধিকাংশের মনে খুশির আমেজ দেখা যাচ্ছে। অনেকেই আবার আসন্ন উৎসবের দিনগুলির জন্য কেনাকাটা শুরু করে দিয়েছেন। এমতাবস্থায় আপনি যদি এখন কম বাজেটে একটি ভালো স্মার্টফোন কিনতে চান তাও আবার Samsung ব্র্যান্ডের, তাহলে Samsung Galaxy M33 5G মডেলটি কেনা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে। আসলে এই মুহূর্তে Amazon India-তে এই স্মার্টফোনটি দুর্দান্ত অফারে বিক্রি হচ্ছে। আর এতে বড় উন্নত মানের ডিসপ্লে, ভালো ক্যামেরার সাথে বিশাল ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো চলুন, এখন লাভ-লোকসান বুঝে নিতে Samsung Galaxy M33 5G-তে উপলব্ধ অফার এবং ফোনটির ফিচারসমূহ দেখে নিই।

দারুণ অফারে মিলছে Samsung Galaxy M33 5G, দেখুন দাম

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির এমআরপি (MRP) ২৫,৯৯৯ টাকা, তবে বর্তমানে অ্যামাজনের অফারে আপনি এই ফোন ১৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন। নির্দিষ্ট ব্যাঙ্ক অফার কাজে লাগালে মিলবে আরও ১,৭৫০ টাকার ডিসকাউন্ট।

এখানেই শেষ নয়, আপনি যদি পুরোনো স্মার্টফোনের বদলে এই মিড-রেঞ্জের স্যামসাং হ্যান্ডসেটটি কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু ১৬,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে – যদিও এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ নির্ভর করবে পুরোনো ফোনের অবস্থা এবং ব্র্যান্ডের উপর। তবে ভাগ্যবশত একবার সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি কেনার জন্য খরচ হবে মাত্র ১,৩৯৯ টাকা।

Samsung Galaxy M33 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর এক্সিনস ১২৮০ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে র‌্যাম প্লাস ফিচার এবং মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়ানো যাবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি অফার করবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।