OnePlus 9RT ভারতে তাক লাগানো ফিচার সহ লঞ্চ হল, দাম শুরু ৪৩ হাজার টাকা থেকে

OnePlus 9RT আজ, ১৪ জানুয়ারি শুক্রবার ভারতে লঞ্চ হল। কোম্পানির ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট উইন্টার এডিশন-এ এই ফোনের উপর থেকে পর্দা সরানো হয়েছে। উল্লেখ্য, গত অক্টোবর মাসে ফোনটি চীনে লঞ্চ হয়েছিল। OnePlus 9RT ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং (Wrap) সাপোর্ট। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। আসুন OnePlus 9RT ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস ৯আরটি ভারতে দাম ও লভ্যতা (OnePlus 9RT Price in India, Availability)

ওয়ানপ্লাস ৯আরটি ফোনের দাম শুরু হয়েছে ৪২,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা। প্রসঙ্গত, চীনে ফোনটির প্রারম্ভিক মডেলের মূল্য রাখা হয়েছিল প্রায় ৩৮,০০০ টাকা।

আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা Amazon Great Indian Republic Day সেলে ফোনটি পাওয়া যাবে। এছাড়া ওইদিন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফোনটির বিক্রি শুরু হবে। ওয়ানপ্লাস ৯আরটি ন্যানো সিলভার ও হ্যাকার ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

ওয়ানপ্লাস ৯আরটি স্পেসিফিকেশন, ফিচার (OnePlus 9RT Specifications, Features)

ডুয়েল সিমের ওয়ানপ্লাস ৯আরটি ফোনের সামনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) Samsung E4 AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে ২০:৯ এসপেক্ট রেশিও, ১,৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ১,৩০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার এইচডিআর১০ প্লাস সাপোর্ট সহ আসা এই ডিসপ্লে ১০০ শতাংশ ডিসিআই:পি৩ কালার গ্যামট কভারেজ দেবে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের মধ্যে EIS সাপোর্ট ও এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট সেন্সর রয়েছে। সিকিউরিটির জন্য এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

আবার OnePlus 9RT ফোনের পিছনে দেওয়া হয়েছে ডুয়েল এলইডি সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে পাওয়া যাবে এফ/১.৮ অ্যাপারচার ও OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১২৩ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১৬ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই রিয়ার ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে দেবে।

পারফরম্যান্সের জন্য OnePlus 9RT ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৬৫টি র‌্যাপ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি। এতে ডলবি অ্যাটমস সাপোর্টের সাথে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে রয়েছে 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ১৯৮.৫ গ্রাম।