লঞ্চের একদিন আগে OnePlus 9RT ফোনের দাম, কালার অপশন ও সেলের তারিখ ফাঁস

আগামীকাল অর্থাৎ ১৪ জানুয়ারি ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে চলেছে OnePlus 9RT। চীনের বাজারে আত্মপ্রকাশ করার প্রায় চার মাসের মাথায় কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সমন্বিত এই স্মার্টফোনকে ভারতীয় ক্রেতাদের জন্য উপলব্ধ করা হবে। OnePlus 9R মডেলের উত্তরসূরি এবং OnePlus 9 সিরিজের চতুর্থ ফোন হিসাবে আগত এই স্মার্টফোনের ফিচার চীনে লঞ্চ হওয়ার সুবাদে আমাদের জানা। এই ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং (Wrap) টেকনোলজি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল। তবে লঞ্চের একদিন আগে এখন OnePlus 9RT স্মার্টফোনের দাম, কালার ভ্যারিয়েন্ট এবং সেল তারিখ প্রকাশ্যে আনলো এক জনপ্রিয় টিপস্টার। প্রসঙ্গত, এই স্মার্টফোনের সাথেই Buds Z2 TWS ইয়ারবাডের উপর থেকেও আগামীকাল পর্দা ওঠানো হবে বলে আভাস দিয়েছে OnePlus।

ওয়ানপ্লাস ৯আরটি দাম ও সেল তারিখ (OnePlus 9RT price in india and sale date)

টিপস্টার যোগেশ ব্রারের টুইট অনুসারে, ওয়ানপ্লাস ৯আরটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ভারতের বাজারে লঞ্চ হবে। যার মধ্যে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ৪৩,৯৯৯ টাকা। আর, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে ৪৬,৯৯৯ টাকায় নিয়ে আসা হবে।

মনে করা হচ্ছে, ফোনটি ব্ল্যাক ও সিলভার কালারে আসবে। তদুপরি, ডিভাইসটি আগামী ১৭ জানুয়ারি Amazon Great Republic Day Sale-এ পাওয়া যাবে।

ওয়ানপ্লাস ৯আরটি স্পেসিফিকেশন (OnePlus 9RT specifications)

ওয়ানপ্লাস ৯আরটি স্মার্টফোনে থাকবে একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে, ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ নাকি পুরোনো অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে, তা এখনো নিশ্চিত নয়। স্টোরেজ হিসাবে এতে, ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 মেমরি থাকতে পরে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ওয়ানপ্লাসের এই লেটেস্ট স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৬ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড স্ন্যাপার এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আবার, সেলফি তোলার জন্য ডিসপ্লের উপরিভাগে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। আসন্ন OnePlus 9RT স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৬৫টি র‍্যাপ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এদিকে শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ৯আরটি -এর লঞ্চের পর, এর পূর্বসূরি OnePlus 9R স্মার্টফোনের প্রোডাক্টশন বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে, ওয়ানপ্লাস ৯আর ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে যথাক্রমে ৩৯,৯৯৯ টাকায় এবং ৪৩,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে ভারতে। আগ্রহীরা, বিদ্যমান এই মডেলকে OnePlus India এবং Amazon India -এর ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন৷

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago