৪ হাজার টাকা ছাড়ে OnePlus 9RT আজ প্রথমবার কেনার সুযোগ, অফার ও দাম জেনে নিন

গত ১৪ জানুয়ারি ‘উইন্টার এডিশন’ নামের একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট আয়োজন করার মাধ্যমে OnePlus 9RT ফোনের উপর থেকে পর্দা সরানো হয়েছিল। আজ অর্থাৎ ১৭ জানুয়ারি উক্ত স্মার্টফোনকে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। আগ্রহী ক্রেতারা আজ এই মুহূর্তেই Amazon এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (oneplus.in) থেকে ফোনটি কিনতে পারবেন। লঞ্চ অফার হিসাবে এই ফোনের সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ বোনাসের মতো নানাবিধ সুযোগ-সুবিধা পাওয়া যাবে। ফিচারের কথা বললে, গত অক্টোবর মাসে OnePlus 9R মডেলের উত্তরসূরি হিসাবে আগত OnePlus 9RT ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল। এছাড়া, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং (Wrap) টেকনোলজির সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে।

ওয়ানপ্লাস ৯আরটি ভারতে দাম ও সেল অফার (OnePlus 9RT Price and Sale Offer)

ওয়ানপ্লাস ৯আরটি ফোনের দাম শুরু হয়েছে ৪২,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার, এটির ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ৪৬,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই ফোনকে ন্যানো সিলভার ও হ্যাকার ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

অফারের কথা বললে, খরিদ্দারীর সময়ে SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ক্রেতাদের ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। কিস্তিতে পেমেন্ট করতে চাইলে ইএমআই অপশন উপলব্ধ। ৮ জিবি র‌্যাম যুক্ত বেস ভ্যারিয়েন্টের জন্য মাসিক ইএমআই থাকছে ২,০২৪ টাকার এবং ১২ জিবি র‌্যামের সাথে আসা টপ-ভ্যারিয়েন্ট কিনলে আপনাদের প্রতি মাসে ২,২১২ টাকার কিস্তি প্রদান করতে হবে। আবার, পুরোনো ফোনের পরিবর্তে ওয়ানপ্লাসের এই নয়া স্মার্টফোন কিনলে ১৮,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।

ওয়ানপ্লাস ৯আরটি স্পেসিফিকেশন (OnePlus 9RT Specifications)

ডুয়েল সিমের ওয়ানপ্লাস ৯আরটি ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন সমেত একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) Samsung E4 AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ১,৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০ প্লাস (HDR10+) টেকনোলজি সাপোর্ট করে। একই সাথে, ১০০% DCI:P3 কালার গ্যামট কভারেজও দেবে এই ডিসপ্লে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

পারফরম্যান্সের কথা বললে, OnePlus 9RT ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনএস কাস্টম স্কিন চালিত। অডিও সিস্টেমের ক্ষেত্রে এতে ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

OnePlus 9RT ফোনের রিয়ার প্যানেলে ডুয়েল LED ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার ও OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১২৩° ফিল্ড-অফ-ভিউ সহ ১৬ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই রিয়ার ক্যামেরাগুলি 4K রেজোলিউশনের ভিডিও রেকর্ড করতে দেবে। অন্যদিকে, ডিসপ্লেতে থাকা পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ডুয়েল LED ফ্ল্যাশ সহ ১৬ মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট সেন্সর (অ্যাপারচার : এফ/২.৪) দেখা যাবে, যা EIS ফিচার সাপোর্ট করে।

কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে, 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি আছে, যার সাথে ৬৫টি র‌্যাপ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির ওজন ১৯৮.৫ গ্রাম।