সবাই কে পিছনে ফেললো OnePlus Ace Pro, স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট সহ AnTuTu তে সর্বোচ্চ স্কোর

ওয়ানপ্লাস গ্লোবাল মার্কেটে তাদের ব্র্যান্ড-নিউ OnePlus 10T হ্যান্ডসেটটি আগামী ৩ আগস্ট লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তারমধ্যেই এবার ব্র্যান্ডটি চীনে আপকামিং OnePlus Ace Pro মডেলটির আত্মপ্রকাশের তারিখটিও ঘোষনা করেছে। এই নতুন ফোনটি সম্ভবত OnePlus 10T-এর রিব্র্যান্ডেড সংস্করণ, যা একই দিনে অর্থাৎ ৩ আগস্ট চীনের বাজারে উন্মোচিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। লঞ্চের আগে আজ কোম্পানি আসন্ন OnePlus Ace Pro-এর আনটুটু (AnTuTu) স্কোরকার্ড শেয়ার করেছে এবং ফোনটি লেটেস্ট Snapdragon 8+ Gen 1 প্রসেসরের পারফরম্যান্সের জন্য বেঞ্চমার্ক সেট করেছে বলে মনে করা হচ্ছে।

OnePlus Ace Pro আগামী মাসেই শুরুতেই আসছে চীনা বাজারে

ওয়ানপ্লাস চীনে নতুন ওয়ানপ্লাস এস প্রো-এর লঞ্চের জন্য একের পর এক প্রোমোশনাল টিজার প্রকাশ করতে শুরু করেছে। তেমনই একটি সাম্প্রতিক টিজারে, কোম্পানি আসন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করেছে। ওয়ানপ্লাস জানিয়েছে যে, আসন্ন ফোনটি ১১,৪১,৩৮৩ আনটুটু পয়েন্ট স্কোর করেছে, যা এখনও পর্যন্ত যেকোনো স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত স্মার্টফোনের স্কোরের থেকে বেশি। প্রসঙ্গত, আসুস আরওজি ফোন ৬ প্রায় ১.১১ মিলিয়ন বা এবং শাওমি ১২এস আল্ট্রা পেয়েছে ১.১০ মিলিয়ন স্কোর করেছে।

যদিও, এই স্কোরের পার্থক্যটি খুবই মার্জিনাল, তবুও আনটুটু স্কোরের নিরিখে পারফরম্যান্সের দৌড়ে ওয়ানপ্লাস এস প্রো-ই এখনও পর্যন্ত সবার আগে এগিয়ে রয়েছে। তবে, উল্লেখযোগ্যভাবে আনটুটু টিম এখনও এই হ্যান্ডসেটের স্কোর সম্পর্কে কিছু পোস্ট করেনি এবং ওয়ানপ্লাসও নির্দিষ্ট করেনি যে তারা কোন আনটুটু ভার্সনটি ব্যবহার করেছে।

ওয়ানপ্লাস এস প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus Ace Pro Expected Specifications)

OnePlus Ace Pro চীনের বাজারে OnePlus 10T-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। তাই ডিভাইসটিতে সম্ভবত ৬.৭ ইঞ্চির ই৪ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। এতে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যেতে পারে। OnePlus Ace Pro সম্ভবত অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace Pro-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করতে পারে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace Pro ৪,৮০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।