OnePlus Ace আসছে Dimensity 8100 প্রসেসর ও ১২ জিবি র‌্যাম সহ, দেখা গেল Geekbench-এ

ওয়ানপ্লাস শীঘ্রই চীনে তাদের আপকামিং OnePlus Ace স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই স্মার্টফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে এবং জানা গেছে যে এটি Realme…

ওয়ানপ্লাস শীঘ্রই চীনে তাদের আপকামিং OnePlus Ace স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই স্মার্টফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে এবং জানা গেছে যে এটি Realme GT Neo 3-এর রিব্যাজড ভার্সন হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে। যদিও সংস্থার তরফ থেকে এখনও এর স্পেসিফিকেশন সম্পর্কীত কোনও তথ্যই প্রকাশ করা হয়নি। তবে এবার OnePlus Ace-কে স্পট করা হল গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে। এই সাইটের লিস্টিং থেকে আসন্ন ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে।

OnePlus Ace-কে দেখতে পাওয়া গেল Geekbench-এর সাইটে

PGKM10 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস এস হ্যান্ডসেটটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টা-কোর ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৮৫ গিগাহার্টজ। এই ফোনে ১২ জিবি র‍্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। ওয়ানপ্লাস এস গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৯৬১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৭৯৫ পয়েন্ট অর্জন করেছে।

Geekbench, Oneplus, Oneplus Ace, Oneplus Ace On Geekbench, Oneplus Ace Processor, Oneplus Ace Ram, Oneplus Ace Specifications, Realme Gt Neo 3, ওয়ানপ্লাস, ওয়ানপ্লাস এস

জানিয়ে রাখি, এর আগে এক টিপস্টার জানিয়েছিলেন যে, আপকামিং ওয়ানপ্লাস এস-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে। এতে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৫০০ এম এএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য রিয়েলমির জিটি নিও ৩ ফোনেও একইরকম বৈশিষ্ট্য রয়েছে। তাই আন্দাজ করা যায়, ওয়ানপ্লাস এস এই রিয়েলমি স্মার্টফোনটিরই একটি রিব্যাজড মডেল হবে।

এছাড়াও, OnePlus Ace-এর ব্যাক প্যানেলে একাধিক ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকতে পারে। এর পাশাপাশি, সংস্থার চিফ অপারেটিং অফিসার (COO) লিন ফেনশুও কে চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে OnePlus Ace নামটি ব্যবহার করতে দেখা গেছে। যদিও, তিনি এই ফোনের কোনও বিবরণ প্রকাশ করেননি।

প্রসঙ্গত, যেহেতু OnePlus Ace বাজারে আসবে Realme GT Neo 3-এর রিব্যাজড মডেল হিসেবে, তাই আশা করা যায় এটি ফুল এইচডি+ পাঞ্চ-হোল স্ক্রিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অ্যান্ড্রয়েড ১২ ওএস সহ আসবে। এই ডিভাইসে GT Neo 3-এর মতোই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হতে পারে। তবে OnePlus Ace ভিন্ন ব্যাটারি এবং চার্জিং ক্ষমতাতেও উপলব্ধ হবে কিনা, সে সম্পর্কে এখনও জানা যায়নি। যদিও শীঘ্রই এই হ্যান্ডসেটটির সম্পর্কে আরও নতুন তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।