অবিশ্বাস্য অফার! ২,৫০০ টাকার OnePlus Band পাওয়া যাচ্ছে মাত্র ১,৫০০ টাকায়

গত জানুয়ারি মাসে OnePlus Band লঞ্চ করার মাধ্যমে প্রথমবার ওয়্যারেবল ডিভাইস সেগমেন্টে পা রেখেছিলো প্রখ্যাত টেক ব্র্যান্ড OnePlus। বিশেষত্ব হিসাবে এই ফিটনেস ব্যান্ড, ১৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। এটি, ডেডিকেটেড অপটিকাল ব্লাড অক্সিজেন লেভেল ডিটেকশন (SpO2) সেন্সর ও হার্ট রেট মনিটারিং ফিচার সহ এসেছে। আবার, 5ATM ও IP68 ডুয়াল রেজিস্ট্যান্স রেটিং প্রাপ্ত হওয়ায় ডিভাইসটি জল রোধী। প্রসঙ্গত, OnePlus Band হল সংস্থার সর্বাধিক সাশ্রয়ী মূল্যের স্মার্ট ব্যান্ড, যার দাম ২,৫০০ টাকারও কম। তবে এখন যদি আপনারা এই ফিটনেস ব্যান্ডটি কিনতে চান, তাহলে বেশ কিছু টাকা সাশ্রয় করতে পারবেন। ই-কমার্স সাইট Amazon সম্প্রতি OnePlus ব্র্যান্ডের এই ওয়্যারেবলের উপর বিশেষ অফারের ঘোষণা করেছে। যার দৌলতে এটি ফ্লাট ১,০০০ টাকা ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাচ্ছে। তবে বলে রাখি অফারটি সীমিত সময়ের জন্য লাইভ থাকবে।

OnePlus Band দাম ও অফার

অ্যামাজনের অফিসিয়াল সাইটে, ওয়ানপ্লাস ব্যান্ডের সাথে পুরো ৪০% (৪৬%) বা ১,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর, এখন এটিকে কিনতে মাত্র ১,৪৯৯ টাকা খরচ করতে হবে। এটি ব্ল্যাক কালার অপশনে এসেছে।

প্রসঙ্গত, ই-কমার্স সাইটটির দ্বারা ঘোষিত এই অফার Xiaomi ও Honor ব্র্যান্ডের স্মার্ট ব্যান্ডের বিক্রয়ের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। কেননা, Mi Band 5 (২,৪৯৯ টাকা) এবং Honor Band 6 (২,৯৯৯ টাকা)- এর চেয়ে অনেক কমে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস ব্যান্ড।

OnePlus Band স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ব্যান্ডে, ১.১ ইঞ্চির (১২৬x২৯৪ পিক্সেল) অ্যামোলেড টাচ-ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের হেলথ অ্যাপের সাথে সংযোগ করার মাধ্যমে ডিভাইসে পছন্দসই ওয়াচ ফেস সেট করতে পারবেন ইউজাররা। শুধু তাই নয়, হার্ট রেট, স্লিপ ডেটা ট্র্যাক করার মতো কাজও করা যাবে এই অ্যাপের মাধ্যমে। এক্ষেত্রে, স্মার্টফোনের সাথে এই ফিটনেস ব্যান্ডকে কানেক্ট করার জন্য ব্যবহারকারীর মোবাইলে নিদেনপক্ষে অ্যান্ড্রয়েড মার্শমেলো (৬.০) ভার্সন থাকতেই হবে।

তদুপরি, ওয়ানপ্লাস ব্যান্ডে, ব্লাড অক্সিজেন বা SpO2 সেন্সর, অপটিকাল হার্ট রেট সেন্সর, থ্রি-অ্যাক্সিস অ্যাক্সিলারোমিটার, এবং জাইরোস্কোপ সেন্সর রয়েছে। এটি, আউটডোর রান, ফ্যাট বার্ন রান, আউটডোর সাইক্লিং, ক্রিকেট, ব্যাডমিন্টন, পুল সুইমিং, যোগার মতো মোট ১৩টি স্পোর্টস মোডের সাথে এসেছে। আবার, দ্রুত কানেক্টিভিটির জন্য ইউজাররা ডিভাইসে ব্লুটুথ ৫.০ ভার্সনের সাপোর্ট পেয়ে যাবেন।

এছাড়া, অন্যান্য ফিচারের মধ্যে সামিল থাকছে – মেসেজ নোটিফিকেশন, ইনকামিং কল নোটিফিকেশন, ইনকামিং কল রিজেক্টার, মিউজিক প্লেব্যাক কন্ট্রোল, স্টপওয়াচ, টাইমার এলার্ম (ভাইব্রেশন), ক্যামেরা শাটার কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন, ওয়েদার ফোরকাস্ট, ইত্যাদি। ওয়্যারেবলটি IP68 সার্টিফায়েড ও 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং প্রাপ্ত। ফলে ৫০ মিটার অবধি গভীর জলে ১০ মিনিট পর্যন্ত থাকলেও এটি অক্ষত থাকবে। OnePlus Band -এ ১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা প্রায় দু’সপ্তাহ অর্থাৎ ১৪দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

9 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

17 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

46 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago