ভারতে কবে কেনা যাবে Oneplus Buds, জানা গেল সেলের তারিখ

গতকাল OnePlus Nord এর সাথে ভারতে এসেছে Oneplus Buds। যদিও কাল কোম্পানি ওয়ানপ্লাস নোর্ড এর সেল ডেট জানালেও, তাদের প্রথম ট্রু ওয়্যারলেস ইয়ারবডস, ওয়ানপ্লাস বাডস…

গতকাল OnePlus Nord এর সাথে ভারতে এসেছে Oneplus Buds। যদিও কাল কোম্পানি ওয়ানপ্লাস নোর্ড এর সেল ডেট জানালেও, তাদের প্রথম ট্রু ওয়্যারলেস ইয়ারবডস, ওয়ানপ্লাস বাডস কবে পাওয়া যাবে তা জানায়নি। কিন্তু আজ Amazon থেকে এই টিজার পোস্ট করে জানানো হয়েছে ভারতে ৪ আগস্ট থেকে এই ট্রু ওয়্যারলেস ইয়ারবডসটি পাওয়া যাবে। ওয়ানপ্লাস বাডস এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, ১৩.৪ মিমি ডাইনামিক ড্রাইভার ফাস্ট চার্জিং এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট আছে।

ভারতে Oneplus Buds ইয়ারফোনের দাম রাখা হয়েছে ৪,৯৯০ টাকা। এই ইয়ারফোন ধূসর, সাদা এবং নীল রঙের বিকল্পে পাওয়া যাবে। ৪ আগস্ট দুপুর ১২ টা থেকে এই ইয়ারবডসের সেল শুরু হবে। Amazon এর পাশাপাশি OnePlus Store থেকেও এটিকে কেনা যাবে।

এই ইয়ারফোনে অত্যন্ত ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে, সাথে রয়েছে নয়েজ ক্যান্সলেশন ফিচার। এছাড়াও এটি অনেকটাই হালকা। ওজন ৪.৬ গ্রাম। আবার চার্জিং কেসের ওজন ৩৬ গ্রাম। এই নতুন Oneplus Buds ইয়ারফোনে পাওয়া যাবে ৩০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। তবে Oneplus এর তরফ থেকে এই হেডফোনের কোনো রকম ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়নি। তাই আপনাকে শুধুমাত্র ইউএসবি টাইপ সি পোর্ট এর মাধ্যমেই চার্জ করতে হবে। এছাড়া যদি আপনারা Oneplus এর কোন ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনারা তাড়াতাড়ি আপনার স্মার্টফোন কানেক্ট করতে পারবেন এই ডিভাইসের সঙ্গে।

এই ডিভাইসে রয়েছে ১৩.৪ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার। এর ফলে আপনার গান শোনার এক্সপেরিয়েন্স অত্যন্ত ভালো হবে। এছাড়া, এই ইয়ারফোন এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করে। ফলে গান শোনার সময় বাইরের কোন শব্দ আপনার কানে আসবেনা। এছাড়া, হেডফোনে অডিও আসতে কোনরকম দেরি হবে না। সঙ্গে এই হেডফোনে রয়েছে IPX4 ওয়াটার রেসিস্টেন্স ফিচার। অর্থাৎ, যদি আপনারা দৌড়ানোর সময় অথবা জিম করার সময় এই হেডফোনের মাধ্যমে গান শোনেন, তাহলে ঘাম প্রবেশ করে হেডফোন খারাপ হবার ভয় নেই।

ওয়ানপ্লাস বাডসে দেওয়া হয়েছে একটি চার্জিং কেস। তবে, এই হেডফোনের অন্যতম বড় ফোকাস হলো ব্যাটারি লাইফ। Oneplus এর এই হেডফোনের ব্যাটারি লাইফ অত্যন্ত উন্নত। এছাড়াও এই ইয়ারফোন ওয়ারপ চার্জিং ফিচার সাপোর্ট করবে। এর ফলে আপনারা মাত্র ১০ মিনিটের চার্জে ১০ ঘন্টা পর্যন্ত গান শুনতে পারবেন। এতে টাচ কন্ট্রোল ও আলট্রা লো ল্যাটেন্সি মোড আছে।