OnePlus 10 Pro ফ্ল্যাগশিপে থাকবে LTPO 2.0 ডিসপ্লে, যা ফ্লেক্সিবল রেটে রিফ্রশ হওয়ার পাশাপাশি পাওয়ার সাশ্রয়ী

ওয়ানপ্লাস (OnePlus)-এর চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) পিট লাউ (Pete Lau) সামাজিক গণমাধ্যমে খুব সক্রিয়। এমনকি, ওয়ানপ্লাসের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনগুলি বাজারে আসার আগেই তাদের সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য টেকমহলে অত্যন্ত উদার মানসিকতার মানুষ হিসেবেই পরিচিত তিনি। পিট লাউ সম্প্রতি বলেছিলেন, OnePlus-এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন (OnePlus 10) জানুয়ারি মাসে লঞ্চ করা হবে। তিনি এবার OnePlus 10 Pro-র একটি চমৎকার ফিচারের কথা জনসমক্ষে এনেছেন।

পিট লাউ চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, OnePlus 10 Pro নতুন প্রযুক্তির LTPO 2.0 ডিসপ্লের সঙ্গে আসবে, যা ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। প্রসঙ্গত, এই ধরনের ওলেড ডিসপ্লে সর্বনিম্ন ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রেটে রিফ্রেশ হতে পারে। আবার প্রচলিত এলটিপিও ওলেড ডিসপ্লের তুলনায় এটি অনেক কম পাওয়ার খরচ করে। ফলে ব্যাটারির চার্জ দীর্ঘক্ষণ স্থায়ী হয়।

OnePlus 10 Pro-এর ক্ষেত্রে, ওই ডিসপ্লে সরবরাহ করবে স্যামসাং। অন্তত সূত্র থেকে পাওয়া খবর সেটাই বলছে। ডিসপ্লের দৈর্ঘ্য হতে পারে ৬.৭ ইঞ্চি। এটি কোয়াড এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করতে পারে। নতুন বছরে ওয়ানপ্লাসের প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস, আর তাতে লেটেস্ট কোয়ালকম প্রসেসর থাকবে না, এমনটা হয় না। OnePlus 10 Pro-এ নতুন Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর থাকা নিশ্চিত।

এছাড়া, একটি ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্সের সঙ্গে আসতে পারে OnePlus 10 Pro। ফ্ল্যাগশিপ ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।