আজ ১৫ ফেব্রুয়ারি থেকে মাত্র ১১৯৯৯ টাকায় পাওয়া যাবে OnePlus Monitor E24, কাজ করুন আরামসে

গত ডিসেম্বর মাসে Monitor X27-এর সাথে ভারতের বাজারে পা রেখেছিল OnePlus Monitor E24। সেক্ষেত্রে লঞ্চের কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই এবার এই মনিটরের দাম কমানো…

গত ডিসেম্বর মাসে Monitor X27-এর সাথে ভারতের বাজারে পা রেখেছিল OnePlus Monitor E24। সেক্ষেত্রে লঞ্চের কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই এবার এই মনিটরের দাম কমানো হল। কোম্পানির ঘোষণা অনুযায়ী, আজ অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ থেকে, OnePlus Monitor E24 মডেলটি ১১,৯৯৯ টাকার বিনিময়ে কেনার জন্য উপলব্ধ হবে। ফলত যারা সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন মনিটর খুঁজছেন, তারা চাইলে এটি কিনতেই পারেন। আসুন, এখন এক নজরে OnePlus Monitor E24-এর লভ্যতা এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যে চোখ বুলিয়ে নিই।

OnePlus Monitor E24-এর দাম, উপলভ্যতা

ওয়ানপ্লাস মনিটর ই২৪ মডেলটি ভারতে ২৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন এটি ১১,৯৯৯ টাকায় মানে প্রায় অর্ধেক দামে কেনা যাবে। এক্ষেত্রে আগ্রহীরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in), ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোরস থেকে এই মনিটর সংগ্রহ করতে পারবেন।

OnePlus Monitor E24-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস মনিটর ই২৪ মডেলে ২৪ ইঞ্চি স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি রেজোলিউশন, ৭৫ হার্টজ রিফ্রেশ রেট এবং অ্যাডাপটিভ-সিঙ্ক টেকনোলজি সাপোর্ট করে। শুধু তাই নয়, এই মনিটরের ডিসপ্লে ডায়নামিক ফ্রেম রেট ম্যানেজমেন্ট অফার করে, সাথে থাকে টিইউভি রেইনল্যান্ডের (TUV Rheinland) সার্টিফিকেশন। এটির বেশ পাতলা (৮ মিমি) এবং এতে একটি শক্তিশালী ধাতব ফ্রেম রয়েছে যাতে প্রিমিয়াম অনুভূতি পাওয়া যাবে।

ওয়ানপ্লাস কোম্পানির মতে, ওয়ানপ্লাস মনিটর ই২৪, প্রিমিয়াম থ্রি-সাইড বেজেল-লেস ডিজাইন প্রদর্শন করে এবং চিত্তাকর্ষক তথা সামঞ্জস্যযোগ্য স্ট্যান্ড অ্যাঙ্গেল (-৫° থেকে ১৫°) অফার করে। সোজা কথায় বললে এটিকে কোণাকুনিভাবে ব্যবহার করলেও অসুবিধা হবেনা। অন্যদিকে এতে বিল্ট-ইন কেবল ম্যানেজমেন্ট ফিচারও অফার করবে। আবার এটি কানেক্টিভিটির জন্য টাইপ-সি পোর্ট কানেকশন প্রদান করবে।