সীমিত সময়ের অফার, OnePlus Nord 2 5G পাওয়া যাচ্ছে ২ হাজার টাকা ছাড়ে

পুরোনো মোবাইল আপগ্রেড করে যদি আপনি একটি নয়া ফিচারের ভরা ‘নেক্সট-জেনারেশন’ কানেক্টিভিটির স্মার্টফোন কিনতে ইচ্ছুক থাকেন, তবে এটাই সবচেয়ে উত্তম সময় হতে পারে। কেননা, ই-কমার্স সাইট Amazon সম্প্রতি OnePlus এর একটি দুর্দান্ত 5G কানেকশনের স্মার্টফোনকে ডিসকাউন্টের সাথে বিক্রি করার ঘোষণা করছে। আমরা কথা বলছি, গত বছর জুলাই মাসে আগত OnePlus Nord 2 5G স্মার্টফোনের প্রসঙ্গে। এই ফোনটির সাথে সীমিত সময়ের জন্য কুপন কোড অফার করা হচ্ছে। যার দৌলতে এই মিড-রেঞ্জ হ্যান্ডসেটটিকে তুলনায় কম দামে পকেটস্থ করে নেওয়া যাবে।

OnePlus Nord 2 5G দাম ও অফার

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনকে বর্তমানে ডিসকাউন্টের সাথে ই-কমার্স সাইট অ্যামাজনে উপলব্ধ করা হয়েছে। তবে এই ডিসকাউন্টের লাভ ওঠানোর জন্য আপনাকে অ্যামাজন প্রদত্ত কুপনটি অ্যাপ্লাই করতে হবে। যার পর, ফোনটির ধার্য মূল্যের উপর ফ্লাট ২,০০০ অফ পেয়ে যাবেন আপনারা। অর্থাৎ, ২৯,৯৯৯ টাকা দামের ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনকে ২,০০০ টাকার ডিসকাউন্ট কুপনের অধীনে কিনলে ২৭,৯৯৯ টাকা খরচ করতে হবে আপনাদের। জানিয়ে রাখি, এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

এইভাবে Amazon থেকে ডিসকাউন্ট কুপনের সুবিধা নিন

অনলাইন শপিং সাইট অ্যামাজন দ্বারা ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনের জন্য আনা কুপন ডিসকাউন্ট সকলের জন্য উপলব্ধ করা হয়েছে। সেক্ষেত্রে, এই অফারের লাভ ওঠানোর জন্য আপনাকে, ফোনটির দামের নিচে থাকা কুপন বক্সে ক্লিক করতে হবে। এমনটা করলেই, ফোনের দাম আপনা থেকে ২,০০০ টাকা কমে যাবে।

OnePlus Nord 2 5G স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনে আছে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০x১,০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-এআই (AI) প্রসেসর সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১.৩ (OxygenOS 11.3) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে।

ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে, ৫০ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৮৮) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২৫) সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৫) সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে। এছাড়া, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.৪৫) ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।