অপেক্ষার অবসান, OnePlus Nord 2 CE 5G, OnePlus 10 Pro, OnePlus Nord N20 কবে আসছে জেনে নিন

সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, OnePlus Nord 2 CE 5G মিড রেঞ্জ স্মার্টফোন হিসেবে আগামী মাসেই বাজারে পা রাখবে। আজ এই দাবিকে সমর্থন জানালেন জনপ্রিয় এক টিপস্টার। তিনিও বলেছেন, ভারতে ওয়ানপ্লাস ফেব্রুয়ারি মাসেই তাদের এই আসন্ন স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরাতে চলেছে। এর পাশাপাশি বিভিন্ন দেশের বাজারে বেশ কয়েকটি ওয়ানপ্লাসের স্মার্টফোন, টিভি এবং অ্যাক্সেসরিজ লঞ্চ হবে আসন্ন মাসেই। এছাড়াও, ওই টিপস্টার আসন্ন OnePlus Nord N20 ও OnePlus 10 Pro- ফোনগুলির লঞ্চের টাইমলাইনও প্রকাশ্যে এনেছেন।

OnePlus- এর একাধিক স্মার্টফোন বাজারে পা রাখতে চলেছে ফেব্রুয়ারিতেই

টিপস্টার যোগেশ ব্রার তার একটি টুইটে দাবি করেছেন যে, চীনা সংস্থা ওয়ানপ্লাস আসন্ন ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে ওয়ানপ্লাস নর্ড ২ সিই ৫জি এবং ইউরোপে বাজারে ওয়ানপ্লাস নর্ড এন২০- এই দুটি ফোনের ওপর থেকে পর্দা সরাতে চলেছে।

এরসাথে তিনি আরও জানিয়েছেন যে, আসন্ন ওয়ানপ্লাস ১০ প্রো ফোনটি মার্চ মাসে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে এবং এপ্রিল মাসে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ইউনিফাইড ওএস (unified OS) লঞ্চ হবে, যা ওপ্পোর কালারওএস (ColorOS) এবং ওয়ানপ্লাসের অক্সিজেনওএস (OxygenOS)- এর সংমিশ্রণে তৈরি। এই ইউজার ইন্টারফেসটি প্রথমে OnePlus 10 সিরিজের সঙ্গে উন্মোচিত হবে।

এছাড়াও, যোগেশ ব্রার দাবি করেছেন যে, চীনা কোম্পানিটি এই স্মার্টফোনগুলির পাশাপশি তাদের নতুন স্মার্ট টিভি, এএনসি (ANC) যুক্ত নেকব্যান্ড ইয়ারফোন ও ইয়ারবাড লঞ্চ করবে আগামী মাসেই। উল্লেখ্য, টিপস্টার এর আগে জানিয়েছিলেন যে, ওয়ানপ্লাস এবছর জানুয়ারি থেকে শুরু করে প্রতি মাসে একটি করে ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট আয়োজন করবে। সেইমত জানুয়ারিতেই ভারতে পা রেখেছে OnePlus 9RT এবং OnePlus Buds Z2

প্রসঙ্গত, সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা যায়, OnePlus Nord CE 2 5G ভারত এবং ইউরোপে পরীক্ষামূলক পর্যায়টি অতিক্রম করেছে এবং ফেব্রুয়ারিতে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। OnePlus Nord CE ফোনের উত্তরসূরীটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। ভারতের বাজারে শীঘ্রই আসার ইঙ্গিত হিসেবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটেও ফোনটিকে স্পট করা হয়েছিল। জানিয়ে রাখি, OnePlus Nord 2 CE ফোনের কোডনেম ‘ইভান’ এবং মডেল নম্বর IV2201। সর্বোপরি, এই নতুন ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির ফুলএইচডি+ AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে বলে জানা গেছে।