BIS-এর ছাড়পত্র পেল OnePlus Nord 2 CE, ভারতে ওয়ানপ্লাসের নয়া মিড-রেঞ্জ ফোন শীঘ্রই লঞ্চ হচ্ছে?

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামি ফোন OnePlus Nord CE গত জুনে ভারতে লঞ্চ হয়েছিল। আবার সংস্থাটি যে ইতিমধ্যেই Nord CE-এর সাক্সেসর হিসেবে Nord 2 CE-এর উপরে…

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামি ফোন OnePlus Nord CE গত জুনে ভারতে লঞ্চ হয়েছিল। আবার সংস্থাটি যে ইতিমধ্যেই Nord CE-এর সাক্সেসর হিসেবে Nord 2 CE-এর উপরে কাজ শুরু করেছে, তা হালে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। এবার এক জনপ্রিয় টিপস্টারের টুইট অনুযায়ী, OnePlus Nord 2 CE ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-এর ছাড়পত্র লাভ করেছে। যার অর্থ এটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে।

টিপস্টার মুকুল শর্মার (Mukul Sharma) টুইটার পোস্ট থেকে ভারতে বিআইএস- এর ডেটাবেসে OnePlus IV2201 মডেল নম্বরের একটি ফোন তালিকাভুক্ত থাকার কথা প্রকাশ্যে এসেছে। আগের রিপোর্ট অনুযায়ী, যা OnePlus Nord 2 CE এর মডেল নম্বর৷ BIS এর ডেটাবেস থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন বা ফিচারগুলির বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, অন্য সোর্স থেকে OnePlus Nord 2 CE এর স্পেসিফিকেশন থেকে শুরু করে রেন্ডার, সমস্ত কিছুই ফাঁস হয়েছে। রেন্ডারে ফোনটি দুই রঙের বিকল্পে উপস্থাপন করা হয়েছিল – কালো ও সবুজ। এছাড়া এখনও পর্যন্ত OnePlus Nord 2 CE এর যে যে স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে, তা বিস্তারিত ভাবে নীচে আলোচনা করা হল।

ওয়ানপ্লাস নর্ড ২ সিই স্পেসিফিকেশনস (OnePlus Nord 2 CE Specifications)

ওয়ানপ্লাস নর্ড ২ সিই এর ডিসপ্লের দৈর্ঘ্য ৬.৪ ইঞ্চি। এতে অ্যামোলেড (AMOLED) প্যানেল ব্যবহার করা হবে। যার স্ক্রিন রেজোলিউশন ফুল-এইচডি প্লাস ও রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ওয়ানপ্লাস নর্ড ২ সিই এর অভ্যন্তরে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০  ৫জি প্রসেসর। ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে ওয়ানপ্লাস নর্ড ২ সিই।

ডিভাইসটির ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেল্ফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। এছাড়া ওয়ানপ্লাস নর্ড ২ সিই ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ আসবে বলে মনে করা হচ্ছে।