OnePlus Nord 2 স্মার্টফোনে নতুন অ্যান্ড্রয়েড-সহ OxygenOS 12 বিটা আপডেট এল, যুক্ত হয়েছে প্রচুর ফিচার

গত বছরের জুলাইয়ে ওয়ানপ্লাসের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন, OnePlus Nord 2 আত্মপ্রকাশ করেছিল। তখন এতে Android 11 নির্ভর OxygenOS 11 সংস্করণ প্রি-ইন্সটলড করা হয়েছিল। সম্প্রতি OnePlus 8 সিরিজ ও OnePlus 9R লেটেস্ট OxygenOS 12 (Android 12 বেসড) সফটওয়্যারের বিটা সংস্করণ পায়‌। এবার সেই একই ওপেন বিটা আপডেট পাচ্ছে OnePlus Nord 2।

ওয়ানপ্লাস ভারতে Nord 2 ব্যবহারকারীদের জন্য Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে OxygenOS 12 ওপেন বিটা 1 আপডেট রোলআউটের ঘোষণা করেছে। সংশ্লিষ্ট হ্যান্ডসেটের ব্যবহারকারীরা বিটা আউডেট ডাউনলোড করে তাদের কেমন অভিজ্ঞতা হল সেই মতামত ওয়ানপ্লাসের কমিউনিটিতে জানাতে পারবেন‌।

নয়া আপডেটের সাইজ ৪.৫৭ জিবি এবং এটি Pac Man Special Edition-সহ ভারতে প্রতিটি Nord 2 মডেলে উপলব্ধ। তবে ওয়ানপ্লাস জানিয়েছে, নতুন ভার্সনে আপগ্রেড করলে প্যাক ম্যান এডিশনের বেশ কিছু ফিচার রিমুভ হয়ে যেতে পারে। ফলে এই মুহূর্তে ওই ফোনে আপডেট স্কিপ করার পরামর্শ দিয়েছে ওয়ানপ্লাস‌।

OnePlus Nord 2 ব্যবহারকারীরা কীভাবে নতুন আপডেট ডাউনলোড ও ইন্সটল করবেন এবং কী কী নয়া ফিচার মিলবে তা ওয়ানপ্লাসের ফোরাম পেজে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। নয়া ফিচারগুলির মধ্যে যুক্ত হয়েছে গেমের জন্য হাইপারবুস্ট, WLB 2.0, অপ্টিমাইজড অলওয়েজ অন ডিসপ্লে, ডার্ক মোডে অ্যাডজাস্টেবল লেভেল, প্রভৃতি।