OnePlus Nord 2 ডাইমেনসিটি ১২০০ প্রসেসর সহ জুলাইয়ে আসছে, জানুন দাম ও ফিচার

গতকাল OnePlus Nord (ওয়ানপ্লাস নর্ড) সিরিজের নতুন প্রজন্মের ফোন OnePlus Nord CE 5G (ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি) ভারত ও ইউরোপে লঞ্চ হয়েছে। তবে ফোনটি ভারতে পা রাখার আগেই প্রথম Nord ফোনটি আউট অফ স্টক। অফিসিয়ালভাবে ঘোষণা না হলেও স্মার্টফোনটি আর উপলব্ধ হবে না বলেই আমরা মনে করছি। এসবের মধ্যেই Nord-এর সাক্সেসর Nord 2 (নর্ড ২) নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেল।

সম্প্রতি OnePlus Nord 2 স্মার্টফোনটির একাধিক তথ্য অনলাইন মাধ্যমে ফাঁস হয়েছিল। তবে এবার অনলিকস (OnLeaks) নামে পরিচিত বিখ্যাত টিপস্টার স্টিভ হেমারস্টোফার (Steve Hemmerstoffer) ৯১মোবাইলস (91mobiles) এর সঙ্গে যৌথ ভাবে OnePlus Nord 2 স্মার্টফোনের ডিসপ্লে, ক্যামেরা প্রসেসর, ও স্টোরেজ ভ্যারিয়েন্ট বিষয়ক তথ্য প্রকাশ করেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগের মডলের তুলনায় নতুন Nord আরও বড় ক্যাপাসিটির ব্যাটারি কিন্তু কম সংখ্যক ক্যামেরার সাথে আসবে। আসুন টিপস্টার ফোনটির বিষয়ে কী কী তথ্য সামনে আনলেন তা জেনে নেওয়া যাক।

OnePlus Nord 2 : স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিসপ্লে :
ওয়ানপ্লাস নর্ড ২ স্মার্টফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল দেখা যাবে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের বামদিকে থাকবে সিঙ্গেল পাঞ্চ হোল। ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসবে।

সেলফি ও রিয়ার ক্যামেরা:

ফ্রন্ট ফেসিং ক্যামেরার পাশাপাশি রিয়ার ক্যামেরার সংখ্যাও ওয়ানপ্লাস নর্ড ২-তে এক করে কমেছে। অরিজিনার ওয়ানপ্লাস নর্ড ডুয়াল সেলফি ক্যামেরা ও কোয়াড রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল। তবে ওয়ানপ্লাস নর্ড-এর পরবর্তী প্রজন্মের ফোন ওয়ানপ্লাস নর্ড ২ সিঙ্গেল সেলফি ক্যামেরা ও ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। বাকি দুটি ক্যামেরা হল – ৮ মেগাপিক্সেল সেন্সর (সম্ভবত আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা) এবং ২ মেগাপিক্সেল সেন্সর।

পারফরম্যান্স:

মার্চেই খবর এসেছিল যে ওয়ানপ্লাস নর্ড ২ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ (MediaTek Dimensity) প্রসেসর থাকবে। ফ্রেশ রিপোর্টেও একই দাবি করা হয়েছে। ওয়ানপ্লাস নর্ড ২-তে দুটি স্টোরেজের বিকল্প রাখা হতে পারে। সেক্ষেত্রে গ্রাহকরা ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি  + ২৫৬ জিবি স্টোরেজ অপশন পাবেন। আর কোনও কনফিগারেশন থাকবে কী না সেটার বিষয়ে কিছুই জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা Warp Charge 30T Plus ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আমরা আশা করছি। ঘটনাচক্রে, গতকাল নর্ড সিই ৫জি একই ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও উক্ত প্রযুক্তির সাথে লঞ্চ হয়েছে। নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তিটি আধঘন্টার মধ্যেই নর্ড সিই ৫জি-এর ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ৭০ শতাংশ চার্জ করতে সক্ষম।

OnePlus Nord 2 : কবে লঞ্চ হতে পারে

আগের রিপোর্টে দাবি করা হয়েছিল যে OnePlus Nord 2 বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হবে৷ যার অর্থ জুন মাসেই ফোনটি অফিসিয়াল স্ট্যাটাস পাবে। কিন্তু সেরকম কিছু দেখার সম্ভাবনা কম৷ কারণ OnePlus Nord CE 5G গতকাল লঞ্চ হয়েছে৷ এক টিপস্টারের মতে, OnePlus Nord 2 স্মার্টফোনকে জুলাইতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

OnePlus Nord 2 : দাম (সম্ভাব্য)

OnePlus Nord 2-এর দাম ২,০০০ আরএমবি থেকে শুরু হবে, যা ভারতীয় মুদ্রায় ২২,৩০০ টাকার সমান। তবে এটি মার্কেট স্পেসিফিক দাম কী না তা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

42 mins ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

48 mins ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

3 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

3 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

4 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

4 hours ago