OnePlus Nord 2T 5G শক্তিশালী Dimensity 1300 প্রসেসর সহ লঞ্চ হল, টেক্কা দেবে Xiaomi, Samsung দের

জুলাই মাসের প্রথম দিনেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করলো OnePlus Nord 2T 5G। শেনঝেন ভিত্তিক টেক সংস্থাটি তাদের এই লেটেস্ট স্মার্টফোনকে গত বছর আগত OnePlus Nord 2 5G -এর আপগ্রেড ভার্সন হিসাবে নিয়ে এসেছে। বিদ্যমান ফোনটির মতো এই নবাগত মডেলেও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে প্যানেল, ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। যদিও উক্ত হ্যান্ডসেটটিতে Nord 2 5G -এর তুলনায় আরো উন্নত প্রসেসর ও চার্জিং টেকনোলজি ব্যবহার হতে দেখা গেছে। আজ্ঞে হ্যাঁ! এই নয়া ফোনে ডাইমেনসিটি ১২০০-এআই এসওসির পরিবর্তে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট আছে এবং এতে ৮০ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট করে। প্রসঙ্গত, এই লেটেস্ট OnePlus ফোনটি ভারতের বাজারে বিদ্যমান Motorola Edge 30, iQoo Neo 6, Poco F4 5G, Mi 11X, এবং Samsung Galaxy A33 5G ফোনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। তাহলে চলুন সদ্য লঞ্চের মুখ দেখা OnePlus Nord 2T 5G স্মার্টফোনের দাম, সেল অফার ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

OnePlus Nord 2T 5G দাম ও লঞ্চ অফার

ভারতে, ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ২৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম+১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের জন্য বরাদ্দ করা হয়েছে। আর ১২ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ৩৩,৯৯৯ টাকা। উক্ত ফোনটিকে আগামী ৫ই জুলাই থেকে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon), সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in), ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর, এবং দেশের নির্বাচিত কয়েকটি রিটেল আউটলেটের মাধ্যমে (যেমন – রিলায়েন্স ডিজিটাল, মাইজিও, ক্রোমা, পূর্বিকা, সঙ্গীতা মোবাইলস, বিজয় সেলস, বাজাজ ইলেকট্রনিক্স, পাই ইন্টারন্যাশনাল, হ্যাপ্পি মোবাইলস, বিগ-সি, LOT, পূজারা টেলিকম, এসএস মোবাইলস, টপ ১০ মোবাইলস এবং দ্য চেন্নাই মোবাইলস) কেনা যাবে। এটি গ্রে শ্যাডো এবং জেড ফগ কালার অপশনে উপলব্ধ।

লঞ্চ অফারের কথা বললে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ফ্লাট ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে৷ এই ব্যাঙ্ক ডিসকাউন্টটি জুলাইয়ের ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রযোজ্য থাকছে৷ একই সাথে, ICICI ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা জুলাইয়ের শেষ পর্যন্ত তিন মাস বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ৫ থেকে ১৪ই জুলাইয়ের মধ্যে সংস্থা ওয়েবসাইট (OnePlus.in) এবং ওয়ানপ্লাস স্টোর অ্যাপের মাধ্যমে নবাগত এই ৫জি স্মার্টফোনটি ক্রয় করলে অতিরিক্ত ৩,০০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হবে। সর্বোপরি, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ থেকে কেনাকাটা করা প্রথম ১,০০০ জন ক্রেতা একটি করে ওয়ানপ্লাস নর্ড হ্যান্ডি ফ্যানি প্যাক পেয়ে যাবেন। অন্যদিকে, রেগুলার গ্রাহক এবং রেড কেবল ক্লাবের সদস্যরা ১১ জুলাইয়ের মধ্যে সংস্থা অফিসিয়াল ওয়েবসাইট ও ওয়ানপ্লাস স্টোর অ্যাপ থেকে ‘রেড কয়েন’ ব্যবহার করে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি কিনলে ১,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে সক্ষম হবেন৷

প্রসঙ্গত, সংস্থার ওয়েবসাইট ও ওয়ানপ্লাস স্টোর অ্যাপ থেকে নয়া ফোনটির খরিদি করা গ্রাহকেরা রেড কেবল কেয়ার প্ল্যানের বান্ডেল প্যাকেজকে মাত্র ৭৪৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। কিন্তু আপনারা যদি অ্যামাজন বা ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোরের মাধ্যমে ফোনটি কেনেন, তবে এই একই প্ল্যান ৯৯৯ টাকায় অফার করা হবে। জানিয়ে রাখি, রেড কেবল কেয়ার প্ল্যানটি ১২ মাসের বর্ধিত ওয়ারেন্টি সহ এসেছে, যাতে ১২০ জিবি ক্লাউড স্টোরেজ এবং ডেডিকেটেড কাস্টমার হেল্পলাইনের সুবিধা পাওয়া যাবে।

OnePlus Nord 2T 5G স্পেসিফিকেশন

ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ (OxygenOS 12.1) দ্বারা চালিত। ওয়ানপ্লাসের এই ৫জি হ্যান্ডসেটটি ১২ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 রম সহ পাওয়া যাবে। আর নিরাপত্তার জন্য উক্ত ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

OnePlus Nord 2T 5G স্মার্টফোনে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শ্যুটার এবং এফ/২.২ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেই রিয়ার সেন্সরগুলি ৩০ ফ্রেম-পার-সেকেন্ড (fps) রেটে 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এছাড়াও, ৯৬০fps পর্যন্ত সুপার স্লো মোশন ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য উক্ত ডিভাইসের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেন্সর রয়েছে (অ্যাপারচার : এফ/২.৪)।

OnePlus Nord 2T 5G ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস /NavIC, NFC, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আবার সেন্সর হিসাবে এতে – অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর এবং SAR সেন্সর অন্তর্ভুক্ত। অডিও ফ্রন্টের কথা বললে, এই ফোনটি ডুয়াল স্টেরিও স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট এসেছে। OnePlus Nord 2T 5G স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়াল-সেল ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থন করে। এর পরিমাপ ১৫৯.১x৭৩.২x৮.২ মিমি এবং ওজন ১৯০ গ্রাম।